মন্দিরময় পাথরার প্রাণপুরুষ ইয়াসিন পাঠানকে কুর্নিশ
নিজস্ব সংবাদদাতা : রাইডিং-এ বেরিয়ে শুধু ভ্রমণের আনন্দ নেওয়া নয়, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে করোনা আবহে স্বাস্থ্য সচেতনতার বার্তা এবং কৃতি ব্যক্তিত্ব মহম্মদ ইয়াসিন পাঠানকে সম্মাননা প্রদান করা হল দুই রাইডিং সংস্থা ‘মাসা’ এবং ‘ফ্রেন্ডস অন হুইলস’-এর পক্ষ থেকে।
আজ পশ্চিম মেদিনীপুরের মন্দিরময় পাথরা, আরাবাড়ির জঙ্গল-সহ বিভিন্ন জায়গা ভ্রমণ করেন ফ্রেন্ডস অন হুইলসের সদস্যরা। জেলায় তাঁদের স্বাগত জানানো হয় মেদিনীপুর অটোমোটিভ স্পোর্টস অ্যান্ড অ্যাডভেঞ্চারস অ্যাসোসিয়েশন (মাসা)-এর পক্ষ থেকে। পাথরা ঢোকার মুখে আমতলায় স্বাগত জানান মাসার সভাপতি পূর্ণেন্দুশেখর কালী, সম্পাদক গৌতম ভকত-সহ অন্যান্যরা। পরে মাসার সদস্য অরিন্দম দাস, আকাশ গাঙ্গুলি, অভিজিৎ দে, শুভ্রাংশু শেখর সামন্ত, সৌমেন্দ্র বেরা, নরসিংহ দাস, সুদীপ কুমার খাঁড়াদের সাথে ফ্রেন্ডস অন হুইলসের বন্ধুরা পাথরায় যান।
মন্দিরময় পাথরার ইতিহাস ও বর্তমান সময়ে এই পর্যটন ক্ষেত্রের সম্ভাবনা ও সমস্যার নানা দিক তুলে ধরেন মন্দির রক্ষার প্রাণপুরুষ তথা পাথরা পুরাতত্ত্ব সংরক্ষণ কমিটির সম্পাদক ইয়াসিন পাঠান ও কমিটির কোষাধ্যক্ষ দীপক মহাপাত্র। মাসা ও ফ্রেন্ডস অন হুইলসের পক্ষ থেকে ইয়াসিন পাঠানের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়। পাশাপাশি এদিন ভ্রমণ এলাকার আশেপাশে উপস্থিত শিশু-কিশোর, পথচারী পুরুষ-মহিলাদের হাতে মাস্ক তুলে দেওয়া হয় এবং করোনা আবহে স্বাস্থ্য সচেতনতার বার্তা দেওয়া হয়। পাথরা ভ্রমণের পর ফ্রেন্ডস অন হুইলসের সদস্যরা আরাবাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
Comments are closed.