Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

লোকাল ট্রেন চালাতে প্রস্তুত রাজ্য, রেল বোর্ডকে চিঠি স্বরাষ্ট্র সচিবের

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

লোকাল ট্রেন এবং মেট্রো রেল পরিষেবা চালু করতে চেয়ে রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দিল রাজ্য সরকার। রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠিতে বলা হয়েছে, রাজ্য সরকার এই পর্বে লোকাল ট্রেন এবং মেট্রো রেল পরিষেবা চালু করতে চায়। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। চিঠিতে স্বরাষ্ট্র সচিব লিখেছেন, ‘রাজ্য সরকারের তরফে আপনাদের জানানো হচ্ছে, বাংলায় লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা নিয়ন্ত্রিতভাবে চালানো যেতে পারে নির্দিষ্ট সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য বিধি মেনে।’

- Sponsored -

১ সেপ্টেম্বর শুরু হতে চলেছে আনলক পর্ব-৪। এই পর্বে লোকাল ট্রেন এবং মেট্রো রেলের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলগুলিও খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে ৫০ শতাংশের বেশি টিকিট বিক্রি করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। যদিও এই পর্বেও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বন্ধই রাখা হচ্ছে।

ইতিমধ্যেই জয়েন্ট এন্ট্রান্স এবং নিট পরীক্ষা নেওয়ার পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তার পরেই কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি এবং অন্যান্য বিরোধী দলের নেতারা বৈঠক করেন, এবং শুক্রবার শীর্ষ আদালতে সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানানোর হয়। বিরোধীদের দাবি, করোনা ভাইরাস এবং বেশ কিছু জায়গায় লকডাউনের জন্য এই মুহূর্তে লক্ষাধিক পরীক্ষার্থীর জন্য আয়োজন করা সম্ভব নয়। অন্যদিকে, কলেজগুলির তৃতীয় বর্ষের পরীক্ষা বাতিল করে অন্যান্য পরীক্ষার ফলের নিরিখে পাস করানোর বিপক্ষে রায় দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে কোনও পরীক্ষা ছাড়া ডিগ্রি দেওয়া সম্ভব নয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তরফে দেওয়া ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নিতে না পারলে আলোচনার মাধ্যমে পরবর্তী পরীক্ষার দিন চূড়ান্ত করা যেতে পারে। সব মিলিয়ে ১ সেপ্টেম্বর থেকে বেশ কিছুটা সুরাহা পেতে চলেছে সাধারণ মানুষ।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.