ত্বকের যত্নে লাউয়ের খোসার কামাল
গৌতম দাশগুপ্ত, সিনিয়ার মেকআপ আর্টিস্ট, ফোন : + ৯১ ৮৬১৭৭ ০০২৯৭
ত্বকের শুষ্কতা এবং কুঁচকে যাওয়া সমস্যায় অনেকেই ভোগেন। আর ত্বক ভাল না থাকলে মনও ভাল থাকে না। কালো বা ফর্সা যাই হোক না কেন, ঔজ্জ্বল্য ধরে রাখাই আসল কাজ। এর হাত থেকে বাঁচার ঘরোয়া উপায় লাউয়ের মাধ্যমে। একটু অবাকই হলেন নিশ্চয়। সব বাড়িতে কম-বেশি লাউ খাই আমরা সবাই। লাউয়ের কোনও কিছুই ফেলা যায় না। খাওয়াতে যেমন উপকারী, তেমনই শরীরচর্চাতেও এর জুড়ি মেলা ভার। লাউয়ের খোসায় প্রচুর পরিমাণে ফাইবার ও ভিটামিন আছে, যা ত্বকের পক্ষে খুব উপকারী। কীভাবে ব্যবহার করবেন লাউ জেনে নিন–
১। লাউয়ের খোসা ছাড়িয়ে ভাল করে ধুয়ে মিক্সিতে পেস্ট তৈরি করুন। একটু দুধের সরের সঙ্গে মিশিয়ে মুখে মাখুন। আধঘণ্টা পর মুখ ধুয়ে ফেলুন। ত্বকে জেল্লা আসবে।
২। লাউয়ের খোসা ভালো করে ছাড়িয়ে রোদে শুকিয়ে নিন। তারপর মিক্সিতে ভাল করে গুঁড়ো করে নিন। গোলাপ জলের সঙ্গে মিশিয়ে নিয়ে পেস্ট তৈরি করে ফেলুন। এরপর মুখে ফেসপ্যাকের মতো লাগিয়ে নিন। এক ঘণ্টা পরে ভাল করে মুখ ধুয়ে ফেলুন। আপনি বুঝতে পারবেন মুখের কালো দাগ উধাও হয়ে গেছে। রুক্ষ্মতা কাটিয়ে ত্বকে জেল্লা আসবে। লাউয়ের খোসা ও গোলাপ জল ব্যবহারে ব্রণের প্রাদুর্ভাবও কমে যায়।
৩। প্রথমে লাউয়ের খোসা ভালো করে ধুয়ে পেস্ট বানিয়ে নিন। এরপর এর মধ্যে চন্দন পাউডার মেশান। সপ্তাহে দুই থেকে তিনদিন এই পেস্ট ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয়।
Comments are closed.