৪৬ নং ওয়ার্ডের মন্দিরপাড়া, রায়পাড়ায় জীবাণুমুক্তকরণ করল হাওড়া পুরসভা

নিজস্ব সংবাদদাতা : করোনা পরিস্থিতিতে আজ ৪৬ নং ওয়ার্ডের মন্দিরপাড়া, রায়পাড়া এলাকায় হাওড়া পুর নিগমের উদ্যোগে এলাকা জীবাণুমুক্তকরণ করা হয়েছে। পাশাপাশি সংক্রমণ বৃদ্ধি যাতে না হয় সেজন্য এলাকার চৌরঙ্গি বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সাঁতরাগাছি পুলিশ প্রশাসন। ইতিমধ্যে এলাকার সচেতন মানুষজনেরা সোশ্যাল মিডিয়া মারফত মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সহ-নাগরিকদের বার্তাও দিয়েছেন। দায়িত্বে থাকা পুরকর্মী জয়ন্ত দেবনাথ জানিয়েছেন, ‘আগামী দিনে এলাকার সুলতানপুরে জীবাণুমুক্তকরণের কাজ চলবে। পাশাপাশি সংকীর্ণ রাস্তা থাকার জন্য আমরা মন্দিরপাড়া, রায়পাড়ার অনেক জায়গায় ঢুকতে পারিনি। সেখানেও জীবাণুমুক্তকরণের কাজ করে দেওয়া হবে। মানুষ আমাদের সঙ্গে একটু সহযোগিতা করুক।’

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন হু হু করে বাড়ছে। ৬ অগস্ট রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানা যাচ্ছে, বাংলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৫৪ জন। আক্রান্ত বেড়ে হয়েছে ৮৬ হাজার ৭৫৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৫৬ জনের। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৯০২ জন।

রাজ্যের এই পরিসংখ্যানের মাঝে হাওড়ায় মোট আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১২০ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৮৩৭ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩২ জন। এরইমধ্যে হাওড়ার পুর এলাকার ৪৫, ৪৬, ৪৭ নং ওয়ার্ডে সংক্রমণের ঊর্ধ্বগতি যথেষ্টই উদ্বেগজনক। ৪৫ নং ওয়ার্ডের দেশবন্ধু কলোনি, ফরিদপুর ব্লক, শীতলাতলা, ৪৬ নং ওয়ার্ডের মন্দিরপাড়া, সুলতানপুর, রায়পাড়া, গোয়ালবাটি পাটোয়ারিপাড়া, মৌরি মিলবাজার এবং ৪৭ নং ওয়ার্ডের জিগাছা, ধাড়সা, ফুলবাগান এলাকায় করোনা সংক্রমণ বেড়েছে। ইতিমধ্যে ৪৬ নং ওয়ার্ডের মন্দিরপাড়ায় ২ জন, সুলতানপুরে ১ জনের মৃত্যুও হয়েছে। কয়েকদিন আগে ৪৫ নং ওয়ার্ডের দেশবন্ধু কলোনিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ জনের।
Comments are closed.