Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

High Court orders demolition of Jayant Singh’s House : কামারহাটির ‘ডন’ জয়ন্ত সিংয়ের বাড়ি ভাঙার নির্দেশ হাইকোর্টের

কামারহাটির ডন জয়ন্ত সিংয়ের বেআইনি বাড়ি ৮ সপ্তাহের মধ্যে ভেঙে ফেলতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

নিজস্ব প্রতিনিধি: কামারহাটির ডন জয়ন্ত সিংয়ের বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আড়িয়াদহের মৌসুমী মোড়ের কাছে জমি দখল করে ও পুকুরের একাংশ ভরাট করে প্রাসাদোপম বাড়ি বানিয়েছিলেন জয়ন্ত। কাচে মোড়া বারান্দা, বিলাসবহুল অন্দরমহল। বেআইনি সেই বাড়ি ৮ সপ্তাহের মধ্যে ভেঙে ফেলতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

- Sponsored -

গত বছর কামারহাটিতে মারধরের ঘটনায় প্রকাশ্যে আসে জয়ন্ত সিংয়ের নাম। তারপর সামনে আসতে থাকে তাঁর নানা কীর্তি। তখনই জানা যায় বেআইনিভাবে প্রাসাদোপম বাড়ির কথা। জয়ন্তর গ্রেফতারির পর বেআইনি ওই বাড়ি ভাঙতে চেয়ে আদালতের দ্বারস্থ হয় কামারহাটি পৌরসভা। সোমবার সেই বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

High Court orders demolition of Jayant Singh’s House

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.