দরিদ্র মেধাবী মুরসেলিমের পাশে সমাজসেবী গোষ্ঠী

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুরের অভাবী কিন্তু মেধাবী মুরসেলিমের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন সমাজসেবীরা। কেশপুর ব্লকের পীতাম্বর চকগ্রামের বাসিন্দা কৃষক সেখ ইসরাপ আলির ছেলে সেখ মুরসেলিম আলি এবার মাধ্যমিকে সরিষাখোলা সমিরুদ্দিন হাইস্কুল থেকে ৬২৫ নম্বর পেয়ে মাধ্যমিক পাস করছে। বর্তমানে মুরসেলিম আল আমীন মিশনের এলাহিগঞ্জ শাখায় বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে। কিন্তু ওর পড়াশোনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে বাড়ির আর্থিক অবস্থা। তার এই সমস্যার কথা মিশনের শিক্ষক কেতাব আলি মারফত খবর পৌঁছায় সমাজসেবী ফকরুদ্দিন মল্লিকের কাছে। ফকরুদ্দিনবাবু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজসেবীর সঙ্গে যোগাযোগ করেন। সেই আহ্বানে সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনেকেই এগিয়ে আসেন।
বৃহস্পতিবার সকালে বিদ্যাসাগর হল প্রাঙ্গণে মুরসেলিম আলির হাতে ‘হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি’র পক্ষ থেকে শিক্ষাসামগ্রী ও আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংস্থার কার্যকরী সভাপতি রাজশ্রী মণ্ডল, সম্পাদক পারমিতা সাউ, কোষাধ্যক্ষ সুদীপ্তা দে, সদস্য ইন্দ্রদীপ সিনহা, নরোত্তম দে, পিন্টু সাউ, শুভানুধ্যায়ী রত্না দে, সুদীপ কুমার খাঁড়া, অনীক সাউ, রঞ্জন ধল প্রমুখ। এছাড়াও সমাজসেবী গোপাল সাহা, ফকরুদ্দিন মল্লিক, নরসিংহ দাস, মণিকাঞ্চন রায় ও শালবীথি সংগঠনের সম্পাদিকা রীতা বেরা-দের পক্ষ থেকে পাঠ্যপুস্তক ও আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।
হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি পক্ষে কার্যকরী সভাপতি রাজশ্রী মণ্ডল জানান, তাঁরা আগামী দিনেও মুরসেলিমের পাশে থাকবেন। তিনি আরও বলেন তাঁদের এই কাজে সর্বাঙ্গীন ভাবে সাহায্য করেছেন সভাপতি দিলীপ মান্না, সদস্য গৌতম ভকত, সুব্রত মহাপাত্র, শর্মিলা কোলে, রুমা রথ, বরুণ কোলে, নন্দিতা দে-সহ সমস্ত সদস্য-সদস্যারা।
Comments are closed.