প্রবল বৃষ্টিতে মুম্বইয়ে মৃত্যু কমপক্ষে ২৪, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা : প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী।একনাগাড়ে বৃষ্টির জেরে ধস। মুম্বইয়ের চেম্বুর ও ভিখরোলি এলাকায় দু’টি বাড়ি ভেঙে পড়ে।যার জেরে মৃত্যু হল কমপক্ষে ২৪ জনের। এখনও নিখোঁজ বেশ কয়েকজন। এদিন ধসের খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে মুম্বই পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমবেদনা জানিয়েছেন আহত এবং মৃতদের পরিবারকে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রীর জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে মৃতদের ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি।
#WATCH | Maharashtra: Rainwater entered Mumbai's Borivali east area following a heavy downpour this morning pic.twitter.com/7295IL0K5K
— ANI (@ANI) July 18, 2021
গতকাল চেম্বুরে ঝুপড়ির ওপর দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ১৭ জনের। অন্যদিকে, আজ ভোরে সাড়ে ৬টা নাগাদ ভিকরৌলি এলাকায় বাড়ি ধসে ৭ জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে বৃহন্মুম্বই পুরসভা ও দমকল বাহিনী দেহগুলি উদ্ধার করে। হতাহতদের পুরসভা পরিচালিত রাজওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে মুম্বইয়ে। ইতিমধ্যেই চুনাভাট্টি, দাদার, গাঁধী মার্কেট, চেম্বুর, কুরলা, বোরিভলি প্রভৃতি এলাকা জলের তলায়। আরও পাঁচ দিন মুম্বইয়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।
Comments are closed.