Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

নিম্নচাপের জেরে ভারী বর্ষণ, নাজেহাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

নিজস্ব সংবাদদাতা : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপের জের। বুধবার থেকে বৃষ্টি শুরু শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায়। জলযন্ত্রণায় নাজেহাল বঙ্গবাসী। তবে পূর্ণ লকডাউন থাকায় কিছুটা হলেও স্বস্তিতে মানুষজন। অসুবিধার সম্মুখীন জরুরিকালীন পরিষেবার সঙ্গে জড়িত তাঁরা। বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

- Sponsored -

দক্ষিণবঙ্গে ১৯ থেকে ২৫ অগস্টের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। রাতের পর বৃহস্পতিবার ভোর রাত থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে। ইতিমধ্যেই আবহাওয়া দফতরের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে বইছে ৪০ থেকে ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। দিঘা, তাজপুর, মন্দারমণি-সহ সমুদ্র সৈকতগুলিতে ইতিমধ্যেই সর্তকতা জারি করা হয়েছে।

শহর কলকাতায় ইতিমধ্যেই জল জমেছে নীচু এলাকাগুলিতে। জল জমেছে উত্তরের ঠনঠনিয়া, মুক্তারামবাবু স্ট্রিট, চিত্তরঞ্জন অ্যাভেনিউ, বড়বাজার, সত্যনারাণ পার্ক এবং দক্ষিণের ঢাকুরিয়া পঞ্চাননতলা-সহ বিভিন্ন এলাকা। কলকাতা পুরনিগমের তরফে পাম্পের মাধ্যমে জল সরানোর কাজ চালু হয়েছে। সতর্ক রয়েছেন পুরসভার অন্যান্য আধিকারিকরাও। মোটের উপর লকডাউনে বাড়িতে বসেই দক্ষিণবঙ্গের জলছবি উপভোগ করছেন মানুষজনেরা।

 

 

 

 

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.