উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের! টানা তিন দিন বৃষ্টি রাজ্যে
নিজস্ব সংবাদদাতা: উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলের উপরে ঘূর্ণাবর্তের জের। যার ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প দক্ষিণবঙ্গের উপরে এসে পড়়ছে। মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত এই দুটির প্রভাবে দক্ষিণ বঙ্গের সমস্ত জেলাতে ৪-৬ এই তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
এদিন আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানালেন, হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ থাকবে। এর মধ্যে বেশকিছু জেলায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। আজ উপকূলবর্তী জেলা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং লাগোয়া জেলা হাওড়া ও হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর বাকি জেলাগুলি যেমন কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ৪ তারিখের তুলনায় ৫ তারিখে বৃষ্টি পরিমাণ কমলেও দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে, এর ফলে নদীতে জলস্তর বৃদ্ধি পেতে পারে।
Comments are closed.