লাগামছাড়া বৃষ্টিতে বিপর্যস্ত তেলাঙ্গানা-অন্ধ্রপ্রদেশ, জলের তোড়ে ভাসল মানুষ!
নিজস্ব সংবাদদাতা : বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে লাগামছাড়া বৃষ্টিতে বিপর্যস্ত তেলাঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ। বাঁধভাঙা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি তেলাঙ্গানার রাজধানী হায়দরাবাদে। গত ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে হায়দরাবাদে। টানা বৃষ্টিতে মঙ্গলবার রাতে হায়দরাবাদের বান্দলাগুডা এলাকায় দুটি বাড়ির দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে ৮ জনের। জখম হয়েছেন আরও দু’জন। সব মিলয়ে তেলাঙ্গানায় মৃত্যু হয়েছে ১৮ জনের। বন্যা পরিস্থিতি পর্যালোচনা করে দু’দিনের সরকারি ছুটি ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যসচিব সোমেশ কুমার। প্রত্যেককে ঘরবন্দি হয়ে কাজ করার পরামর্শ দিয়েছে প্রশাসন। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হচ্ছে।
লাগামছাড়া বৃষ্টিতে বিপর্যস্ত তেলাঙ্গানা। স্রোতের টানে ভেসে চলেছে একজন মানুষ! ভাইরাল ভিডিয়ো। pic.twitter.com/yYRuh25ofr
— Bengal Fast (@bengal_fast) October 14, 2020
গত তিনদিনের প্রবল বৃষ্টিতে হায়দরাবাদের ফলকনামা এলাকা বিপর্যস্ত। বন্যার জলে তীব্র স্রোতে ভেসেছে রাস্তাঘাট। এরই মধ্যে একটি ভিডিয়ো দেশবাসীর হাড়হিম করে দিয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে একজন মানুষ স্রোতের টানে ভেসে চলেছে। বাঁচার আর্তি জানালেও শেষরক্ষা করা যায়নি। তীব্র স্রোতে কার্যত ঘূর্ণিপাক খেয়ে হাবুডুবু ওই ব্যক্তি।
#WATCH Telangana: A car collides with other cars after getting washed away in New Bowenpally area of Hyderabad.
Heavy downpour has created a flood-like situation in several areas of the state capital. pic.twitter.com/y9nfe09VIO
— ANI (@ANI) October 14, 2020
এরই পাশাপাশি নিচু এলাকার জল ঢুকে ভাসিয়েছে বাড়িঘর। একাধিক এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত । বিপর্যয় মোকাবিলা দল, এনডিআরএফ, এসডিআরএফ, গ্রেটার হায়দরাবাদ পুরনিগমের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণাবর্ত ধীরে ধীরে মহারাষ্ট্র ও কর্নাটকের দিকে এগোচ্ছে।
Comments are closed.