হাতিনালার দু’কূল ছাপিয়ে জল! অবিরাম বৃষ্টির জেরে বন্যার আশঙ্কা বানারহাটে
নিজস্ব সংবাদদাতা : ভুটান, সিকিম-সহ উত্তরবঙ্গে অতিবর্ষণের জের। ভুটান পাহাড় থেকে বয়ে আসা জলে হাতিনালার দু’কূল ছাপিয়ে প্রায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হল বানারহাট এলাকায়। দুপুরের পর হাতিনালার জল রেললাইন পার হয়ে বানারহাটের ক্ষুদিরামপল্লি এলাকায় ঢুকে পড়তে থাকে। রেললাইনের নীচের পাথর জলের তোড়ে সরে গিয়ে দারুণভাবে একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন। জলমগ্ন বেশকিছু বাসিন্দার ঘর। জলে ডুবে রাস্তাঘাটও।
ভুটান পাহাড় থেকে বয়ে আসা জলে হাতিনালার দু'কূল ছাপিয়ে বন্যা পরিস্থিতি বানারহাটে। pic.twitter.com/j5Am33txrd
— Bengal Fast (@bengal_fast) June 29, 2021
এদিকে বিকেলেও অবিরাম ধারায় পড়ে চলেছে বৃষ্টি। যদি সারারাত এই বৃষ্টি চলতে থাকে তাহলে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসীরা। এদিন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন বানারহাটের বিডিও প্রহ্লাদ বিশ্বাস। তিনি জানান, ‘প্রয়োজন হলে বাসিন্দাদের নিরাপদ স্থানে স্থানান্তরিত করার চিন্তা ভাবনা করা হচ্ছে।’ পাশাপাশি যাদের ঘরে জল ঢুকে পড়েছে, তাদের কীভাবে সহায়তা করা যায় সে বিষয়টিও তিনি ভেবে দেখছেন বলে জানিয়েছেন। বাসিন্দারা জানিয়েছেন, হাতিনালার সংস্কারের কাজ হওয়ায় এখনও নিয়ন্ত্রণে পরিস্থিতি। তা না হলে এখনই বানারহাটের অর্ধেকের বেশি বাড়িঘর জলের তলায় চলে যেত।
Comments are closed.