এলাহাবাদ হাইকোর্টের তত্ত্বাবধানেই হাতরাস তদন্ত সিবিআইয়ের : শীর্ষ আদালত
নিজস্ব সংবাদদাতা : এলাহাবাদ হাইকোর্টের তত্ত্বাবধানেই চলবে উত্তরপ্রদেশের হাতরাসের দলিত তরুণীকে গণধর্ষণ ও খুনের মামলার তদন্ত করবে সিবিআই। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে মামলার বিচার প্রক্রিয়া হস্তান্তরের দাবিও নাকচ করে দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি বলেন, ‘‘মামলার সমস্ত দিক গুরুত্ব দিয়ে দেখছে হাইকোর্ট। হাইকোর্টকেই রিপোর্ট করবে সিবিআই।’’
Supreme Court says Allahabad High Court will monitor the CBI probe into Hathras alleged gang-rape case.
A 3-judge bench headed by CJI SA Bobde says so far as transfer of Hathras case to Delhi is concerned, it is appropriate for CBI to conclude probe & it will be decided later pic.twitter.com/Nr2GoW1Ysu
— ANI (@ANI) October 27, 2020
সমাজকর্মী সত্যম দুবে এবং বেশকিছু নারী সংগঠনের দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে মঙ্গলবার হাতরাস তদন্তের দেখভালের দায়িত্ব এলাহাবাদ হাইকোর্টের উপরে ন্যস্ত করেছে প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এ এস বোপান্না ও বিচারপতি ভি রামা সুব্রহ্মণিয়ামকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ। হাতরাস গণধর্ষণ মামলার শুনানি উত্তরপ্রদেশের বাইরে করার আর্জি জানিয়েছিলেন মহিলা আইনজীবীরা। এ বিষয়ে শীর্ষ আদালতের মত, “আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত শেষ করুক। তারপর তো সেই পথ খোলা থাকছেই।”
গত ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাতরাসে চার দুষ্কৃতীর দ্বারা ধর্ষিত ও শারীরিক নিগৃহীত হন বছর ঊনিশের দলিতকন্যা। জ্ঞান ফেরার পর তরুণী জানিয়েছিলেন তাঁকে গণধর্ষণ করা হয়েছে। অভিযুক্ত চারজনের নামও জানান তিনি। হাসপাতালে ১৪ দিন মরণপণ লড়াইয়ের শেষে ২৯ সেপ্টেম্বর দিল্লির সফদরজং হাসপাতালে তরুণীর মৃত্যু হয়। মৃত তরুণীর দেহ চূড়ান্ত গোপনীয়তার সঙ্গে পরিবারকে না দিয়ে ভোররাতে হাতরাসেই শেষকৃত্য সম্পন্ন করে দেয় পুলিশ। তা নিয়ে দেশজুড়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়।
Comments are closed.