Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

হাতরাসে নির্যাতিতার বাড়ি যাওয়ার পথে গ্রেফতার রাহুল গান্ধি, পুলিশ-কংগ্রেসকর্মী ধুন্ধুমার

নিজস্ব সংবাদদাতা : উত্তরপ্রদেশের হাতরাসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে রাহুল গান্ধিকে ১৮৮ ধারায় গ্রেফতার করল পুলিশ। এর আগে দিল্লি-নয়ডা সীমান্তেই উত্তরপ্রদেশ পুলিশ কনভয় আটকে দেয় রাহুল-প্রিয়াঙ্কার। তাঁদের কনভয় আটকে দেওয়া প্রসঙ্গে প্রিয়াঙ্কা গান্ধি বলেছেন প্রয়োজনে ১০০ কিলোমিটার হাঁটবেন। যে ভাবেই হোক নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন তাঁরা। প্রিয়াঙ্কা তোপ দেগে বলেন, ‘উত্তরপ্রদেশ সরকারের ঘুম ভাঙাতে তাঁদের হাথরাস অভিযান করাটা জরুরি।’

- Sponsored -

যোগী আদিত্যনাথের পুলিশ কনভয় আটকে দিলে হাঁটা পথেই হাতরাসের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন কংগ্রেসের এই দুই শীর্ষনেতা। কিন্তু যমুনা এক্সপ্রেসওয়ের ওপরেই পুলিশের সঙ্গে রাহুল গান্ধি ও কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। রাহুলের কলার ধরে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। ধাক্কা সামাল দিতে না পারায় মাটিতে পড়ে যান রাহুল। শুরু হয় কংগ্রেস কর্মীদের উপর লাঠিচার্জ। রাহুল গান্ধিকে ১৮৮ ধারায় গ্রেফতার করে যোগী আদিত্যনাথের পুলিশ। তবুও রাহুল পুলিশকে বলেন, একাই হাথরাসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। তা সত্ত্বেও পুলিশ তাঁকে মহামারী আইনের দোহাই দিয়ে গ্রেফতার করেছে বলে অভিযোগ।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর নিজের গ্রামে চার দুষ্কৃতীর দ্বারা ধর্ষিত হন তরুণী। তাঁকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করা হয়। পরের দিন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় আলিগড়ের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক পরিস্থিতির অবনতি হলে সেখান থেকে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। মঙ্গলবার হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াইয়ে শেষমেশ হার মানেন তরুণী। ঘটনায় অভিযুক্ত ৪ জনকে পরে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যেই নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এসেছে। যাতে স্পষ্ট, ধর্ষণের পর নির্যাতিতার গলা টিপে খুনের চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। যদিও, গলা টেপার কারণে তাঁর মৃত্যু হয়েছে কিনা সেটা স্পষ্ট হবে ভিসেরা রিপোর্ট আসার পরই।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.