হাতরাসের তরুণী খুনে মা ও দাদা দায়ী, পুলিশকে চিঠি অন্যতম অভিযুক্তর
নিজস্ব সংবাদদাতা : হাতরাসে দলিত তরুণীকে অত্যাচার করে খুনের ঘটনায় ৪ অভিযুক্ত চিঠি লিখে ‘ন্যায়বিচার’ চাইল পুলিশের কাছে। নিজেদের নির্দোষ দাবি করে অভিযুক্ত ৪ যুবক জানায়, তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দেওয়া হয়েছে। হাতরাসের পুলিশ সুপারকে হিন্দিতে লেখা ওই চিঠিতে বুড়ো আঙুলের টিপ ছাপ রয়েছে ৪ অভিযুক্ত সন্দীপ, রামু, লবকুশ ও রবির।
ঘটনায় অন্যতম অভিযুক্ত সন্দীপ ঠাকুরের দাবি, “ঘটনার দিন আমি মাঠে মেয়েটির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তার মা ও ভাই সেখানে উপস্থিত ছিল। মেয়েটি আমাকে চলে যেতে বলে। তখন আমি মাঠ থেকে ফিরে আসি। মাঠ থেকে ফিরে আসার পরে গ্রামবাসীদের কাছে আমি শুনতে পাই, মেয়েটির মা ও ভাই তাকে মারছে। সে গুরুতর আহত হয়েছে। আমি কখনই মেয়েটিকে মারিনি। তার সঙ্গে অন্যায় আচরণ করিনি। মৃতের মা ও ভাই মিথ্যা অভিযোগে আমাদের ৩ জনকে ফাঁসিয়েছে। পুলিশ তদন্ত করলেই সত্যিটা প্রকাশ পাবে।”
এদিকে মৃত তরুণীর বাবা সন্দীপের কথা অস্বীকার করেছেন। তাঁর কথায়, “আমি মেয়েকে হারিয়েছি। এখন তারা আমাদের বদনাম করতে চাইছে। আমি কোনও ক্ষতিপূরণ চাই না। আমি চাই ন্যায়বিচার।”
Comments are closed.