Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘দেশে একনায়কতন্ত্র চলছে’, হাতরাস প্রতিবাদে রাজপথে নেমে তোপ মমতার

শুভাশিস মণ্ডল

উত্তরপ্রদেশের হাতরাস কাণ্ডে কলকাতার রাজপথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিড়লা তারামণ্ডল থেকে গান্ধিমূর্তি পর্যন্ত প্রতিবাদ মিছিলে অংশ নিলেন তৃণমূল সুপ্রিমো। নেত্রীর সঙ্গে যোগ দেন দলের সাংসদ, বিধায়ক এবং কর্মী-সমর্থকরাও। তৃণমূল সুপ্রিমো এদিন গান্ধিমূর্তির পাদদেশের প্রতিবাদ মঞ্চ থেকে আক্রমণ করলেন বিজেপিকে।

- Sponsored -

হাতরাসের দলিত কন্যাকে নির্যাতনের পর বাড়ির অমতে পুলিশের পুড়িয়ে দেওয়া নিয়ে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলেন, ‘আমার মনে হচ্ছিল ওই গ্রামে চলে যাই। নির্যাতিতার বাড়ির লোকেদের বাইরে যেতে না দিয়ে আটকে রেখে দেহ পুড়িয়ে দিল। ওই পরিবারটিকে দেখার জন্য প্রতিনিধি দল পাঠিয়েছিলাম। গ্রামে ঢোকার ১ কিমি আগে প্রতিনিধিদের আটকে দেওয়া হয়। আমার কাছে খবর আছে, সাংবাদিকদের ভয় দেখানো হচ্ছে। সাংবাদিকদেরও আটকে দেওয়া হয়েছে। মেয়েদের ধরে মারা হয়েছে। হিংসা, গণ্ডগোল ছড়াতে চাইছে বিজেপি। তোমরা কে? তোমরা সবাইকে সার্টিফিকেট দেওয়ার কে?’

প্রতিবাদ সভায় সুর চড়িয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘এটা কি দেশ চলছে? একনায়কতন্ত্র চলছে। ওয়ান নেশন, ওয়ান পলিটিক্যাল পার্টির দিকে এগোচ্ছে দেশ। ভারতবর্ষে কোনও গণতন্ত্র নেই। কেউ কথা বলতে পারবে না। ৪ দিন পর হাতরাস যাওয়ার অনুমতি দেওয়া হল কেন? পুরো ম্যানেজ করে এখন বলছে সংবাদমাধ্যম যাবে।’

পাশাপাশি হাতরাসের ঘটনায় পাড়ায় পাড়ায় পোস্টারিং করতে তৃণমূল কর্মীদের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকেই জানান, ‘প্রতি ব্লকে এর প্রতিবাদে নামবে তৃণমূল কংগ্রেস। রাজ্যের সমস্ত তফশিলি জাতি প্রধান গ্রামে গ্রামে গিয়েও প্রচার করা হবে এই ঘটনার।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.