Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ডিডিসি-এর নির্বাচনে জয়ী গুপকর জোট, বিশেষ মর্যাদার পক্ষে রায় উপত্যকাবাসীর

রমেন ঘোষ

জম্মু ও কাশ্মীরের প্রথম নির্বাচনেই বড়সড় সাফল্য পেল ফারুক আবদুল্লার নেতৃত্বাধীন গুপকর জোট। ৩৭০ ধারা রদের পর এবং জম্মু ও কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়ার পর উপত্যকার ২০টি জেলার নির্বাচনে ১৩টিই দখল করল গুপকর জোট। তবে এই সাফল্যর মধ্যেও একক বৃহত্তম দল হিসেবে উপত্যকায় আত্মপ্রকাশ করল বিজেপি। জম্মুতে ৬টি জেলায় জয়ী হয়েছে গেরুয়া শিবির।

- Sponsored -

জম্মু ও কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদ (ডিডিসি)-এর নির্বাচনের সর্বশেষ ফলাফল হল, গুপকর জোট ১১২টি আসনে জয়ী হয়েছে। ফারুক আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স জয়ী হয়েছে ৬৭টি আসনে। জোটের সমর্থনকারী কংগ্রেস ২৬টি আসন দখল করেছে। অন্য দিকে, নির্দল প্রার্থীরা জয়ী হয়েছে ৫০টি আসনে। তবে ডিডিসি-র নির্বাচনে একক বৃহত্তম দল হয়েছে বিজেপি। জম্মুতে ৭২টি এবং কাশ্মীরে ৩টি আসন দখল করেছে তারা। ফারুক আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স দ্বিতীয় বৃহত্তম দল হয়েছে এই নির্বাচনে।

ফলপ্রকাশের পর গুপকর জোটের মেহবুবা মুফতি বলেন, ‘কাশ্মীরের মানুষ বুঝিয়ে দিয়েছে, দিল্লি যাই ভাবুক, আমাদের হৃদয়ে এখনও আছে ৩৭০ ধারা। আর তা ফেরাতে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা লড়াই করে যাব।’ জোটের অপর নেতা ওমর আবদুল্লা বলেছেন, “২০১৯ নিয়ে তাঁদের মতামত কী, তা জম্মু ও কাশ্মীরের মানুষ নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। তাঁরা এটি সমর্থন করেন না। বিজেপি-র প্রচারকে তাঁরা বিপুল ভাবে প্রত্যাখ্যান করেছেন।”উল্টো দিকে, পদ্ম শিবিরের বক্তব্য, ‘প্রধানমন্ত্রীর উন্নয়নের উপর উপত্যকার মানুষ আস্থা দেখিয়েছেন বলেই বিজেপি এ ভাবে শক্তি বাড়াতে পেরেছে।’

 

.

 

 

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.