নিরাপত্তারক্ষীবিহীন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী

প্রশাসনের সঙ্গে সম্পর্কের অবনতি। নির্বাচনের আগে নিরাপত্তারক্ষীবিহীন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দাপটে তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিল রাজ্য? বিধায়ক নীহাররঞ্জন ঘোষের বাড়িতে হামলার কারণেই এই ঘটনা? নাকি নেপথ্যে অন্যকিছু? তা নিয়ে কানাঘুষো শুরু হয়েছে সবমহলে। সূত্রের খবর, রাজ্যের নির্দেশে কৃষ্ণেন্দুবাবুর একজন নিরাপত্তারক্ষী সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল জেলা পুলিশ। এরপরই ক্ষোভ বাড়ে প্রাক্তন মন্ত্রীর। পুলিশের সর্বোচ্চ কর্তার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। এরপরই সমস্ত নিরাপত্তারক্ষী ছেড়ে দেওয়ার সিদ্ধান্তর কথা জানান।
পরবর্তীতে প্রশাসনের নির্দেশে সমস্তই নিরাপত্তারক্ষী প্রত্যাহার করা হয়।
যদিও, এই বিষয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে রাজনৈতিক মহলের ধারণা, কয়েকদিন আগেই মালদার ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিহাররঞ্জন ঘোষের বাড়িতে হামলার ঘটনায় কৃষ্ণেন্দু চৌধুরী-সহ তাঁর বহু অনুগামী নাম জড়িয়ে পড়ে। পাশাপাশি এই ঘটনায় তাঁদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়। এরপরেই রাজ্য প্রশাসনের সঙ্গে দূরত্ব বাড়ছিল প্রাক্তন মন্ত্রীর।
Comments are closed.