Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

রাজনৈতিক হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দরবার রাজ্যপাল জগদীপ ধনকরের

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

নবান্ন-রাজভবন সংঘাত নয়া মাত্রা নিল বৃহস্পতিবার রাজ্যপাল জগদীপ  ধনকর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠককে কেন্দ্র করে। দিন যতই গড়িয়েছে রাজভবনের সঙ্গে সম্পর্ক ততই শীতল হয়েছে রাজ্য সরকারের। এদিন দুপুর বারোটা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি-সহ একাধিক ইস্যু নিয়ে আলোচনা করেন রাজ্যপাল। রাজ্যের নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে থাকা প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থের দিকে রাজ্যপাল প্রশ্ন তোলেন, “আমাদের একজন নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন, যিনি প্রাক্তন ডিজিপি, তিনি কোথায়? তিনি কী করেন ? তিনি শুধুমাত্র রাজনৈতিক কর্মকাণ্ড করতেই ব্যস্ত?”

- Sponsored -

পুজোর আগে আল কায়দা জঙ্গি সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করা প্রসঙ্গে রাজ্যপাল বলেন, “রাজ্যে নিজেদের শক্তি বাড়াচ্ছে আল কায়দা। অনেকজনকে গ্রেফতার করা হয়েছে। বোম তৈরির কারখানা চলছে, সব জায়গাতেই অবাধে বোমা সরবরাহ করা হচ্ছে, অ্যাম্বুলেন্সে বোমা নিয়ে যাওয়া হচ্ছে। এরা কী করছে?” রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দেওয়া হলেও মাত্র দু’লাইনে তার উত্তর দেওয়া হয়েছে, এবং সঠিক উত্তর জানতে ফের একবার চিঠি পাঠানো হয় বলেও এদিন দাবি করেন রাজ্যপাল জগদীপ ধনকর।

রাজ্যপালের অভিযোগ, আইনের শাসন এবং সাংবিধানিক বাধ্যবাধ্যকতার কোনও জায়গা নেই রাজ্যে। তিনি বলেন., “রাজনৈতিক হানাহানি বেড়েই চলেছে, সীমাহীনভাবে চলছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা, চলছে ব্যাপক হত্যালীলা।” আমলা এবং পুলিশ প্রশসাসনের একাংশ তাঁদের নিজের কর্তব্যকে অবহেলা করে রাজনৈতিক কর্মকাণ্ড করেছে চলেছে এবং রাজনৈতিক কাজে লিপ্ত হচ্ছে বলেও এদিন অভিযোগ করেন রাজ্যপাল। রাজ্য প্রশাসন এবং পুলিশের মধ্যে রাজনীতিকরণ করা হচ্ছে যা রাজ্যের সাংবিধানিক ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ বলে মত প্রকাশ করেন জগদীপ ধনকর।

এদিকে রাজ্যপালের দিল্লি সফরের তীব্র নিন্দা করেছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে তিনি বলেন, “বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছেন রাজ্যপাল। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন, নাকি তিনি বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে গিয়েছেন?” পুজোর মরশুমে রাজ্যের মানুষ ভালভাবেই উৎসবের আমেজ উপভোগ করেছে বলে দাবি করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.