Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

রেড রোডে প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন রাজ্যপালের, উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও

নিজস্ব সংবাদদাতা: জাঁকজমক এড়িয়ে ৭২তম প্রজাতন্ত্র দিবস পালিত হল রেড রোডে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ হাতে গোনা ভিভিআইপিরা। দর্শকদের প্রবেশাধিকার না থাকায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড চত্বর ছিল দর্শকশূন্য। ফলে দর্শকশূন্যভাবেই বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হল দিনটি।

এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান উৎসর্গ করা হল নেতাজি সুভাষচন্দ্র বসুকে। পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যপাল জগদীপ ধনকর। সামাজিক দূরত্ব বিধি মেনেই কুচকাওয়াজ করেন জওয়ানরা। রাজ্যের বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয় ২১টি ট্যাবলোর মাধ্যমে। ছিল দেশনায়ক সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি-সহ ট্যাবলোও।

- Sponsored -

মঙ্গলবার সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে লেখেন, “ন্যায়, স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্ব”সংবিধানে উল্লেখিত এই আদর্শকে রক্ষা করতে হবে আমাদের। আর তা এগিয়ে নিয়ে যেতে লড়াইও চালিয়ে যেতে হবে। সকল ভারতীয়কে সাধারণতন্ত্র দিবসের অভিনন্দন জানাই। আজকের কলকাতার কুচকাওয়াজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করা হচ্ছে।”

এদিকে আজ রাজ্যপালের ডাকা চা চক্রে যোগ দিতে রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের বিকেলে একটি চা চক্রের আয়োজন করেন রাজ্যপাল। সেখানে আমন্ত্রণ জানানো হয় রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ বিশিষ্টজনেদের।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.