‘পুলিশ-প্রশাসন রাজনীতির খাঁচায় বন্দি’, মুখ্যমন্ত্রীকে ট্যুইটে কটাক্ষ রাজ্যপালের

নিজস্ব সংবাদদাতা : ফের খবরের শিরোনামে রাজ্যপাল জগদীপ ধনকর। ট্যুইটে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবারও আক্রমণ রাজ্যপালের। পুলিশ-প্রশাসন রাজনীতির খাঁচায় বন্দি বলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ রাজ্যপাল ধনকরের। একটি নির্বাচিত সরকারকে প্রতিদিন রাজ্যপালের এ ধরনের খোঁচা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে। শাসকদলের নেতানেত্রীরা একধাপ এগিয়ে রাজভবনকে বিজেপির পার্টি অফিস বা পদ্মপাল বলেও তোপ দেগেছেন।
Urge CM to unshackle political caging/chaining of POLICE and ADMINISTRATION @MamataOfficial
Law and order alarming-with reports of free run to illegal ‘bomb making’.
UNFORTUNATE- Police & administration ever at door of ruling party-in readiness to knock door of opposition.(1/3)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 23, 2020
এদিন রাজ্যপাল জগদীপ ধনকর ট্যুইটে লেখেন, “রাজ্যে পুলিশ-প্রশাসন রাজনীতির খাঁচায় বন্দি। মুখ্যমন্ত্রী প্রশাসনকে মুক্ত করুন। দুর্ভাগ্যজনক যে, পুলিশ এবং প্রশাসন সবসময় শাসকপক্ষের দরজায়।” অপর এক ট্যুইটে রাজ্যপাল আরও তীক্ষ্ণভাবে মমতা প্রশাসনকে বিঁধে লিখেছেন, “গণতন্ত্র এবং আইনের ভূমিকায় এ এক বড় আঘাত। রাজনৈতিক-প্রতিশ্রুত পুলিশ-প্রশাসন মৃত গণতন্ত্রের দৃষ্টান্ত। সরকারি কর্মীরা রাজনৈতিক কর্মী নন।”
Never thought IAS /IPS @MamataOfficial could so capitulate and be in ‘crawl’ unlawful mode-blatantly unmindful of conduct rules.
Their actions are OPEN SECRET. Democratic essence shredded.
Why be party to this & crucify democratic values!
Time to respond to call of duty.(3/3)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 23, 2020
উল্লেখ্য, বিশ্বভারতীর সাম্প্রতিক ঘটনা বা রাজ্যের নানান জায়গায় রাজনৈতিক হিংসায় পুলিশ প্রশাসনের ভূমিকায় বারবার ক্ষোভ ব্যক্ত করেছেন রাজ্যপাল। সঠিকভাবে কাজ করছে না পুলিশ, এমন অভিযোগ নিয়ে বারে বারে রাজ্যপালের দ্বারস্থ হয়েছে বিজেপি থেকে অন্যান্য বিরোধী দলগুলি। সেই আবহে এবার মমতা সরকারের পুলিশ প্রশাসনকে নিয়ে সরাসরি ট্যুইট যুদ্ধে অবতীর্ণ হলেন রাজ্যপাল জগদীপ ধনকর।
Comments are closed.