নতুন বছরের শুরুতেই সুখবর! ৩ শতাংশ হারে মহার্ঘভাতা ঘোষণা রাজ্যের
নিজস্ব সংবাদদাতা : নতুন বছরের শুরুতেই সুখবর রাজ্য সরকারি কর্মচারীদের। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী পয়লা জানুয়ারি থেকে ৩ শতাংশ হারে মিলবে মহার্ঘভাতা। মাসিক ২ লক্ষ টাকার বেশি বেতন পান যাঁরা, তাঁদেরও এর অন্তর্ভুক্ত করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সরকারের এই সিদ্ধান্তে খুশির হাওয়া সরকারি কর্মচারী মহলে।
মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৩ শতাংশ হারে ডিএ বাড়ানোর কথা আগেই ঘোষণা করেছিলেন। তখনকার ঘোষণা মতো ২ লক্ষ টাকা পর্যন্ত যাঁরা বেতন পান, তাঁদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছিল মহার্ঘভাতা। এদিন বিজ্ঞপ্তিতে সেই সীমা তুলে দিয়ে নবান্ন থেকে জানানো হয় ২ লক্ষের বেশি বেতনপ্রাপ্তরাও পাবেন মহার্ঘভাতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, অতিরিক্ত ডিএ দেওয়া জন্য রাজ্য সরকারের ২ হাজার ২০০ কোটি টাকা বাড়তি খরচ হবে। ২ লক্ষের বেশি বেতনপ্রাপ্তদের এবার বর্ধিত ডিএ-র আওতাধীন হওয়ায় স্বাভাবিক ভাবেই খরচ আরও বাড়বে। বিধানসভা নির্বাচনের আগে এই ঘোষণা নিঃসন্দেহে খুশির জোয়ার এসেছে সরকারি কর্মচারি মহলে।
Comments are closed.