গরুমারা জাতীয় উদ্যানে হস্তীশাবকের জন্ম, নাম ‘যুবরাজ’

নিজস্ব সংবাদদাতা : জলপাইগুড়ি গরুমারা জাতীয় উদ্যানে (Gorumara National Park) খুশির হাওয়া। আজ ভোর রাতে কুনকি হাতি মোতিরানি পুত্র সন্তানের জন্ম দিলেন বলে জানিয়েছেন বনদফতরের আধিকারিকরা। মা ও সন্তান দুইজনেই সুস্থ রয়েছে বলে খবর৷ মোতিরানির সন্তানকে নিয়ে রাজ্যে পোষ্য হাতির সংখ্যা দাঁড়াল মোট ১১১টি। পুত্র হাতিটির নামকরণ করেছেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। নাম রাখা হয়েছে ‘যুবরাজ’। এর আগেও গরুমারার কুনকি হাতি সূর্য ও আমনের সন্তানের জন্ম হয়। তার নাম বর্ষণ রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গরুমারা জাতীয় উদ্যানে বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী জানিয়েছেন, ‘শনিবার ভোর সাড়ে চারটা নাগাদ মোতিরানি একটি পুত্র সন্তানের জন্ম দেয়। গরুমারা জাতীয় উদ্যানের কুনকি কিরণরাজ ও মোতিরানির সংগমের ফলেই গর্ভবতী হয় মোতিরানি। গরুমারার মেদলা ক্যাম্পে মোতিরানি থাকলেও গর্ভবতী হবার পর রক্ষণাবেক্ষণের জন্য গরুমারা এলিফেন্ট ক্যাম্পে নিয়ে যাওয়া হয় দেখভালের জন্য। বর্তমানে সেখানেই থাকবে মোতিরানি।’
Comments are closed.