ঘুড়ির সঙ্গে জড়িয়ে আকাশে তিন বছরের মেয়ে, ভাইরাল ভিডিয়ো
বেঙ্গল ফাস্ট : তাইওয়ানের সিনচুই শহরের নানলিওয়াও সৈকত। বিশালাকার কমলা রঙের ঘুড়ি উড়ছে আকাশে। আসলে ঘুড়ি উৎসবে ব্যস্ত মানুষজনেরা। তা দেখতে প্রচুর মানুষের ভিড়ও হয়েছিল। কিন্তু এ-কী। এ-কী হল। তিন বছরের একটি মেয়ে ঘুড়ির সঙ্গে উড়ছে আকাশে। চারিদিকে চিৎকার। দেখো দেখো, কী ঘটল! দেখা যাচ্ছে বিশালাকার একটি ঘুড়িতে জড়িয়ে পড়েছে তিন বছরের একটি মেয়ে। আর ওই ছোট্ট মেয়েকে নিয়ে আকাশে উড়ছে ঘুড়ি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, আকাশে ঘুড়ির সাথে উড়ছে মেয়েটি। সঙ্গে জুড়েছে গগনভেদী চিৎকার। কোনওক্রমে ঘুড়িকে নিয়ন্ত্রণ করে উদ্যোক্তারা নামিয়ে আনল মেয়েটিকে। তবে সামান্য ছড়ে যাওয়া ছাড়া আঘাত লাগেনি ওই বাচ্চা মেয়েটির। এ যেন ‘রাখে হরি, মারে কে’। দেখুন শিহরণ জাগানো সেই ভিডিয়ো—
Comments are closed.