মানবাজারে ধরা পড়ল বিশালাকার পাইথন, দেখার জন্য উপচে পড়া ভিড়
নিজস্ব সংবাদদাতা : প্রায় ৮ থেকে ১০ ফুট লম্বা পাইথন উদ্ধার ঘিরে চাঞ্চল্য পুরুলিয়ার মানবাজারে। পূর্ণ বয়স্ক পাইথনটির ওজন প্রায় ১৫ কেজি। মানবাজারের ১নং ব্লকের ধানাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙামেটায় চাষের জমিতে পাইথনটিকে দেখতে পান চাষি সতীশ টুডু। এরপর সেটিকে চাষের জমি থেকে উদ্ধার করে আনা হয় রাস্তার উপর।
— Bengal Fast (@bengal_fast) July 6, 2021
বিশাল বড় পাইথন ধরা পড়ার খবর রটে গেলে ব্যাপক ভিড় জমে যায় এলাকায়। আশপাশের প্রায় ৩-৪টি গ্রাম থেকে গ্রামবাসীরা ছুটে আসেন। পাইথন ধরা পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মানবাজার বনবিভাগের কর্মীরাও। রেঞ্জার অশোক চক্রবর্তী জানান, ‘পাইথনটি সুস্থ আছে। তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।’
Comments are closed.