হাঙ্গেরির স্বপ্নভঙ্গ! নকআউটে জার্মানি, রূদ্ধশ্বাস ম্যাচ ২-২ গোলে শেষ

সাম্যজিৎ ঘোষ
ইউরো কাপে চূড়ান্ত পর্বে উঠতে জয়ের দরকার ছিল হাঙ্গেরির। কিন্তু দুবার এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না। দুবারই সমতা ফেরায় জার্মানি। হাঙ্গেরিকে এগিয়ে দেন অধিনায়ক সালাই। দ্বিতীয়ার্ধে সমতা ফেরান হাভের্ৎজ। ঠিক পরেই শাফার ফের হাঙ্গেরিকে এগিয়ে দেন।
গত বিশ্বকাপের মতো যখন মনে হচ্ছিল জার্মানির বিদায় ঘণ্টা বাজতে পারে তখনই চিরাচরিত লড়াকু জার্মান জেদ বেরিয়ে এল। শেষ ১০ মিনিট বড় দলের মতো প্রাধান্য দেখাল মুলার, সানে, গিনাব্রি, গোরেজা-রা। এই জার্মান দলের রিজার্ভ বেঞ্চেও প্রচুর প্রতিভা। কোচ জোয়াকিম লো গোরেজাকে নামিয়ে শেষ ফাটকা খেলেন। ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগে ফের সমতা ফেরান গোরেজা। রূদ্ধশ্বাস ম্যাচ ২-২ গোলে শেষ হওয়ায় জার্মানি দ্বিতীয় হয়ে শেষ ১৬য় উঠল। দারুণ লড়েও বিদায় নিতে হল হাঙ্গেরিকে। শেষ ষোলোয় জার্মানির মুখোমুখি ইংল্যান্ড।
Comments are closed.