Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘আলিপুরদুয়ারে পঞ্চায়েত-লোকসভায় বিজেপিকে হারানোই লক্ষ্য’, তৃণমূলে যোগ দিয়ে বললেন গঙ্গাপ্রসাদ শর্মা

নিজস্ব সংবাদদাতা : আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে জেলা থেকে বিজেপি সাফ করে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য। জেলা তৃণমূল কার্যালয়ে সংবর্ধনা সভায় এসে কার্যত এ ভাষাতেই কথা বললেন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বর্তমানে তৃণমূল নেতা গঙ্গাপ্রসাদ শর্মা। পাশাপাশি এদিনের সংবর্ধনা সভায় সংবর্ধিত হয়ে গঙ্গাপ্রসাদ বলেন, ‘তৃণমূল নেতা-কর্মীরা অজস্র ভালোবাসা দিয়েছে। অন্য দল থেকে আসলেও যে ভালোবাসা আজ পেলাম তা আমার পুরনো দল থেকে কোনও দিন পাইনি।’

- Sponsored -

বুধবার আলিপুরদুয়ার জেলা পার্টি অফিসে সদ্য তৃণমূলে যোগদান করা বিজেপির প্রাক্তন জেলা সভাপতির সংবর্ধনা সভার আয়োজন করে জেলা তৃণমূল। এদিন গঙ্গাপ্রসাদ শর্মা তাঁর অনুগামীদের নিয়ে জেলা পার্টি অফিসে পৌঁছাতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মীরা। জেলা পার্টি অফিসের ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী, জেলা তৃণমূলের সভাপতি মৃদুল গোস্বামী-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবর্ধনা সভায় গঙ্গাপ্রসাদ বলেন, ‘অন্য রাজনৈতিক দল করলেও আমার সাথে অনেক তৃণমূল নেতৃত্বের যোগাযোগ ছিল। ভাল সম্পর্ক ছিল। রাজনৈতিক সৌজন্যতার জন্য আমি বিজেপি ত্যাগ করিনি। বিধানসভা নির্বাচনের আগে থেকেই বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব জেলা নেতাদের সঙ্গে খারাপ ব্যবহার করছিল। জেলা নেতৃত্বকে না জানিয়েই সব কাজ করছিল। এতে আমরা অপমানিত হয়েছি। তবুও নির্বাচনের সময় বিজেপি ছাড়িনি। বিজেপিকে পাঁচটা বিধানসভা কেন্দ্র এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে জয় এনে দিয়েছি। তারপর দল ত্যাগ করেছি।’

পাশাপাশি তিনি আরও বলেন, ‘তৃণমূলে কিছু পাবার আশায় যোগদান করিনি। তাহলে অনেক আগেই তৃণমুলে আসতে পারতাম। শুধু বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বকে উচিত শিক্ষা দিতে তৃণমূলে এসেছি। আমার লক্ষ্য আগামী পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার জেলা থেকে বিজেপিকে হারানো। এতদিন ধরে বিজেপির সংগঠন যে ভাবে করেছি, এখন থেকে তৃণমূলের হয়ে সেই কাজ করব।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.