আফগান পরিস্থিতি নিয়ে জি-৭ গোষ্ঠীর বৈঠক

নিজস্ব সংবাদদাতা: আফগানিস্তান পরিস্থিতি পর্যালোচনায় তড়িঘড়ি বৈঠক ডাকল জি-৭ গোষ্ঠী। বৈঠকে আফগানিস্তানে তালিবানি শাসন নিয়ে গুরত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে পশ্চিমী দেশগুলো বলেই মত কূটনৈতিক মহলে। চুক্তি মেনে আফগানিস্তান থেকে ৩১ অগস্টের মধ্যে আমেরিকার সেনাকে ফিরে যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তালিবানরা। এই সময়ের মধ্যে আফগানিস্তানে থাকা সব মার্কিন নাগরিকদের উদ্ধার করতে হবে। নয়তো এরপর আকাশসীমা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়ে তালিবানরা।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, সে দেশের নাগরিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আফগানিস্তানের মাটি ছাড়বে না আমেরিকার সেনা। জি-৭ গোষ্ঠীতে রয়েছে আমেরিকা, ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স, জার্মানি, জাপান ও কানাডা। বৈঠকে সভাপতিত্ব করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
জি-৭ গোষ্ঠীর এই বৈঠকে আফগানিস্তান থেকে আমেরিকার সেনা সরানোর বিষয়ের পাশাপাশি নারী শিক্ষা ও মহিলাদের অধিকার এবং মানবাধিকার বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে।
Comments are closed.