Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

গান স্যালুটে শেষ বিদায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে

নিজস্ব সংবাদদাতা : রবীন্দ্র সদন থেকে এস পি মুখার্জি রোড হয়ে কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছল সৌমিত্র চট্টোপাধ্যায়ের নিথর দেহ। করোনা পরিস্থিতির মধ্যেও প্রিয় অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্রসদন চত্বরে অগণিত ভক্তদের ভিড় মনে করিয়ে দিল সৌমিত্র বাঙালি হৃদয়ে চির বিরাজমান।

কেওড়াতলা মহাশ্মশানে গান স্যালুটে শ্রদ্ধা জানানো হল সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এরপর মহাশ্মশানে পঞ্চভূতে বিলীন হলেন বাঙালির মহাতারকা সৌমিত্র চট্টোপাধ্যায়।

- Sponsored -

বাঙালি মহাতারকার শেষযাত্রায় পা মেলালেন মুখ্যমন্ত্রী-সহ রাজনৈতিক দলের বিশিষ্টজনেরা। ছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভার একাধিক মন্ত্রী ও আমলারা। ছিলেন টলিউডের কলাকুশলীরাও।

এর আগে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শোকবার্তায় তিনি জানিয়েছেন,
“সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু এক গভীর দুঃখজনক ঘটনা। বাংলা চলচ্চিত্র চিরকাল তাঁর কাছে ঋণস্বীকার করবে। আমি তাঁর পরিবার পরিজনকে সমবেদনা জানাই।”

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.