Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ভোট প্রস্তুতি ও আইনশৃঙ্খলা খতিয়ে দেখতে আজ রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ

নিজস্ব সংবাদদাতা: রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা নিয়ে আজ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ইতিমধ্যেই ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন রাজ্যে চলে এসেছেন। সন্ধে ৬টা নাগাদ আসবেন চিফ ইলেকশন কমিশনার সুনীল আরোরা-সহ দুই ইলেকশন কমিশনার রাজীব কুমার ও সুশীল চন্দ্র। বুধবার সন্ধেতেই মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব, স্টেট পুলিশের নোডাল অফিসার তথা এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিং ও কমিশনের অন্যান্য কর্তাদের সঙ্গে বৈঠকে বসবে ফুল বেঞ্চ।

- Sponsored -

পাশাপাশি বৃহস্পতিবার ভোট প্রস্তুতি ও আইনশৃঙ্খলা নিয়ে দশটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে কমিশন। বৃহস্পতিবার দু’দফায় বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। প্রথম দফায় রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক হবে। তাদের থেকে বিভিন্ন অভিযোগ শুনবেন নির্বাচন কমিশনার। রাজ্যে নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের কী বক্তব্য, তার দিকে নজর দেবেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। এরপরে বৈঠক হবে জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে। শুক্রবার হবে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজির সঙ্গে বৈঠক। তারপর সাংবাদিকদের মুখোমুখি হবে কমিশনের ফুলবেঞ্চ।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.