ফরাসি ওপেনে নয়া রানি, মেয়েদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন বারবোরা ক্রেচিকোভা
নিজস্ব সংবাদদাতা : ফরাসি ওপেনে নয়া রানি। মেয়েদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেচিকোভা। শনিবার ৬-১, ২-৬, ৬-৪ ব্যবধানে রাশিয়ার আনাস্তেসিয়া পাউলেচেঙ্কোভাকে হারালেন ক্রেচিকোভা। ফরাসি ওপেনই বারবোরা ক্রেচিকোভার প্রথম গ্র্যান্ড স্ল্যাম।
বারবোরা ক্রেচিকোভা এবং আনাস্তেসিয়া পাউলেচেঙ্কোভা দুজনেই প্রথম বারের জন্য ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন। ২৫ বছর বয়সি বারবোরা সিঙ্গলসে এই নিয়ে পঞ্চমবার কোনও বড় মাপের প্রতিযোগিতায় নেমে সাফল্য পেলেন। তাঁর খেলোয়াড় জীবনে দ্বিতীয় ডব্লিউটিএ খেতাব এটি। অন্যদিকে ৩১ বছর বয়সি পাউলেচেঙ্কোভা ৫২ বার গ্র্যান্ড স্ল্যামের মূলপর্বে নেমে প্রথম ফাইনাল খেলতে নেমেছিলেন।
প্রথম সেটে ক্রেচিকোভার সামনে প্রায় দাঁড়াতেই পারেননি পাউলেচেঙ্কোভা। ৩০ মিনিটের মধ্যে প্রথম সেট জিতে নেন তিনি। এক সময় প্রথম সেটের ফল ছিল ২-১। সেখান থেকে ক্রেচিকোভা সেট জিতে নেন ৬-১ ব্যবধানে। এরপর পাউলেচেঙ্কোভা দুর্দান্ত লড়াই করে ৬-২ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে নিয়ে জমিয়ে তোলেন ফরাসি ওপেনের ফাইনাল। ম্যাচের মধ্যে কুঁচকিতে চোট পান পাউলেচেঙ্কোভা। চিকিৎসকদের শুশ্রূষার পর ফের লড়াই শুরু করেন। কিন্তু শেষ রক্ষ হল না তাঁর। তৃতীয় সেটে বারবোরা ক্রেচিকোভার কাছে ৬-৪ ব্যবধানে হেরে যান তিনি। ম্যাচ জিতে ফরাসি ওপেনে নয়া রানি হিসাবে উঠে এলেন চেক প্রজাতন্ত্রের ২৫ বছর বয়সি তনয়া বারবোরা ক্রেচিকোভা।
Comments are closed.