সাম্প্রতিক সময়ে বাক্ স্বাধীনতার অপব্যবহার করা হচ্ছে, তোপ সুপ্রিম কোর্টের
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
সাম্প্রতিক সময়ে বাক্ স্বাধীনতার সবচেয়ে বেশি অপব্যবহার করা হচ্ছে। তবলিঘি জামাত নিয়ে করা মামলার শুনানিতে এমনটাই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। এদিন কেন্দ্রীয় সরকারকে কোনও জুনিয়ার আধিকারিককে দিয়ে “চাতুর্যপূর্ণ এবং অপ্রয়োজনীয়” তথ্য দিয়ে হলফনামা পেশ করার জন্য ভর্ৎসনা করল শীর্ষ আদালত। দিল্লিতে তবলিঘি জামাতের জমায়েত নিয়ে সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধে ওঠা সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়। সেই মামলার শুনানিতে এদিন কেন্দ্রকে তিরস্কার করে আদালত।
তবলিঘি জামাতের জমায়েত নিয়ে টেলিভিশন চ্যানেলের একাংশের বিরুদ্ধে মুসলিম সমাজকে বদনাম করার অভিযোগ তুলে মামলা দায়ের করে জমিয়ত উলেমায় হিন্দ এবং পিস পার্টি। মামলাকারীদের অভিযোগ সেই টেলিভিশন চ্যানেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্র। এদিন শুনানিতে প্রধান বিচারপতি এস এ বোবদে সেই মামলায় চাতুর্যপূর্ণ জবাবের তীব্র নিন্দা করেন। প্রধান বিচারপতি বলেন, বিভাগীয় সচিবকে রেকর্ড-সহ হলফনামা জমা দিতে হবে এবং এই ঘটনা নিয়ে তাঁর বক্তব্য উল্লেখ করতে হবে। মামলাকারীদের তরফে আইনজীবী দুষ্মন্ত দাবে যুক্তি দেন, সরকারি হলফনামায় তাঁদের বিরুদ্ধে বাক্ স্বাধীনতা রোধ করার চেষ্টার অভিযোগ তোলা হয়েছে। এরপরেই প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, “সাম্প্রতিক সময়ে বাক্ স্বাধীনতা সবচেয়ে বেশি অপব্যবহার করা হচ্ছে।”
দিল্লির নিজামউদ্দিনে তবলিঘি জামাতের জমায়েতের ফলে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে যে অভিযোগ তোলা হয় এবং তাতে সাম্প্রদায়িক রং দেওয়ার জন্য একাংশ সংবাদমাধ্যমের চেষ্টার বিরুদ্ধে মামলা দায়ের হয়। তবলিঘি জামাতের জমায়েতের পর যে টিভি চ্যানেলগুলি মুসলিম সমাজকে টার্গেট করেছিল তাদের বিরুদ্ধে কেন্দ্র কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়ে হলফনামা জমার নির্দেশ দেয় শীর্ষ আদালত। সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বিচারপতি বলেন, “আপনি এই বিষয়টিকে যেভাবে দেখছেন, আদালতকে সেভাবে দেখতে পারেন না! আপনি একজন জুনিয়ার আধিকারিককে দিয়ে হলফনামা তৈরি করেছেন। আমরা এটাতে চাতুর্য পেয়েছি এবং খারাপ সংবাদ পরিবেশন নিয়ে কোনও উল্লেখ নেই। কীভাবে আপনি বলতে পারেন, এই ধরনের কোনও ঘটনা নেই।” সলিসিটর জেনারেল জানান, বিভাগীয় সচিবের মাধ্যমে নতুন করে হলফনামা পেশ করবে সরকার।
Comments are closed.