Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ওয়েব সিরিজে ক্ষুদিরামকে অসম্মান, ক্ষোভে ফুঁসছে নেটিজেনরা

সুনাসীর চক্রবর্তী

জি-ফাইভ  প্ল্যাটফর্মে সম্প্রচারিত হওয়া একটি ওয়েব সিরিজে বীর শহিদ ক্ষুদিরাম বসুকে অপমান করা হয়েছে বলে অভিযোগ। বাঙালি পরিচালক কেন ঘোষের পরিচালনায় ওটিটি-তে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘অভয় ২’-তে দেখা যাচ্ছে এমনটাই। ‘মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল’-এর তালিকায় দেখা যাচ্ছে বীর শহিদ ক্ষুদিরামের সাদা-কালো ছবি।  ইতিমধ্যেই এই ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল দুনিয়ায়। এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও এপিসোড তুলে নেওয়ার দাবি তুলেছে নেটিজেনরা।

- Sponsored -

জি-ফাইভ নামে এই ওটিটি প্ল্যাটফর্মে ‘অভয়-২’ নামে ওয়েব সিরিজে বিভিন্ন অপরাধীর ছবির সঙ্গে ঝোলানো হয়েছে শহিদ ক্ষুদিরামের ছবিও। এই অভিযোগ ঘিরে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে গোটা বাংলার সাধারণ মানুষ। এমনকী অনেকেই এই ওয়েব প্ল্যাটফর্ম বয়কটের ডাকও দিয়েছেন। ইতিমধ্যে ওটিটি প্ল্যাটফর্মের পরিচালক কোম্পানি জি এসেল গ্রুপের সিইও-কে মেলে বিষয়টি জানানো হয়েছে বলে খবর। বিতর্ক ওঠায় পরিচালক কেন ঘোষও ইতিমধ্যে ক্ষমা চেয়েছেন। কিন্তু এতেও অসন্তোষ থামেনি।  ক্ষুদিরামকে কী করে ভুলে গেলেন ওঁরা, প্রশ্নে উত্তাল সোশ্যাল মিডিয়া।

শহিদ ক্ষুদিরামের আত্মত্যাগ তাঁকে ইতিহাসের পাতায় ভারতের কনিষ্ঠতম বিপ্লবীর তকমায় স্থাপন করেছে। সেখানে তাঁর ছবি কী করে হাতে আঁকা দাগী আসামিদের ছবির সঙ্গে দেখানো হল, এই বিষয়েও জানতে চাওয়া হয়েছে চ্যানেল কর্তৃপক্ষের কাছ থেকে। অতিদ্রুত চ্যানেলের তরফে ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী দিনে গোটা বাংলাজুড়ে এর বিরুদ্ধে প্রতিবাদে নামা হবে বলে জানানো হয়েছে বেশকিছু সংগঠনের পক্ষ থেকেও। এবার চ্যানেল কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়, এখন সেদিকেই তাকিয়ে গোটা বাংলা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.