হাইকোর্টে রিট পিটিশন ‘ফোরাম ফর দুর্গোৎসবে’র, শুনানি পঞ্চমীতে
শুভাশিস মণ্ডল
করোনা আবহে কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়কে পুনর্বিবেচনার আবেদন জানিয়ে রিট পিটিশন দাখিল করল ‘ফোরাম ফর দুর্গোৎসব’। সোমবার হাইকোর্টের দুই বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ পুজো মামলার রায়ে জানায়, রাজ্যের সমস্ত পুজো মণ্ডপকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করতে হবে। পাশাপাশি রাজ্যের সব পুজোমণ্ডপ থাকবে দর্শকশূন্য। সেই রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে শহরের বিভিন্ন পুজো কমিটি নিয়ে তৈরি সংগঠন ‘ফোরাম ফর দুর্গোৎসব’।
‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর রিট পিটিশন গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। সংগঠনের সাধারণ সম্পাদক শাশ্বত বসু দাবি করেছিলেন মঙ্গলবার শুনানি হয়ে ফয়সালা হোক। তবে হাইকোর্ট জানিয়েছে বুধবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চেই হবে মামলার শুনানি। জানা গিয়েছে ফোরামের হয়ে সওয়াল করবেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
Comments are closed.