প্রয়াত রাজ্যের প্রাক্তন উচ্চশিক্ষা মন্ত্রী সুদর্শন রায়চৌধুরী

নিজস্ব সংবাদদাতা : প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন উচ্চশিক্ষা মন্ত্রী সুদর্শন রায় চৌধুরী। উত্তরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে শনিবার সন্ধে সাতটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর।
কর্মজীবনে সুদর্শনবাবু শ্রীরামপুর কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। প্রেসিডেন্সি কলেজে ছাত্রজীবন থেকেই বাম রাজনীতিতে হাতেখড়ি সুদর্শন রায়চৌধুরীর। ১৯৬৭ সালে সিপিএমের সদস্যপদ লাভ করেন। ১৯৯১ সালে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হন। পরে ২০০৬ সালে জাঙ্গিপাড়া বিধানসভা থেকে নির্বাচনে জিতে এসে বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভার উচ্চশিক্ষা মন্ত্রী হন তিনি। সিপিএমের হুগলি জেলা সম্পাদকের দায়িত্ব নেন ২০১২ সালে। টানা ছয় বছর ছিলেন এই দায়িত্বে পাশাপাশি সিপিএমের রাজ্য কমিটির সদস্য ছিলেন।
Comments are closed.