Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বনগাঁ পৌরসভার প্রশাসক বদল, শংকর আঢ্যকে সরিয়ে দায়িত্বে গোপাল শেঠ

নিজস্ব সংবাদদাতা : বনগাঁ পৌরসভার পৌর প্রশাসক শংকর আঢ্যকে সরিয়ে দেয়া হল। তাঁর ওই পদে বসানো হল তৃণমূলের প্রাক্তন বিধায়ক গোপাল শেঠকে। মঙ্গলবার রাজ্য পুরদপ্তরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, বনগাঁর পৌর প্রশাসক পদে রদবদল করা হচ্ছে। মুখ্য প্রশাসক পদের ভার দেওয়া হচ্ছে গোপাল শেঠকে। প্রশাসক বদল নিয়ে অনেকদিন ধরেই রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছিল। মুখ্য প্রশাসকের পদ থেকে শংকর আঢ্যকে সরিয়ে দায়িত্ব দেওয়া হোক– দীর্ঘদিন ধরেই তৃণমূলের একাংশ থেকে দাবি তোলা হচ্ছিল। এতদিন বাদে সেই প্রক্রিয়া বাস্তবায়িত হল। এ বিষয়ে গোপাল শেঠ বলেন, ‘দল আমাকে মনে করেছে, দায়িত্ব দিয়েছে। আমাকে দলের পক্ষ থেকে যে দায়িত্ব দেয়া হবে সে দায়িত্বই পালন করব।’

- Sponsored -

২০১৫-র পৌর নির্বাচনে বনগাঁর ২২টি ওয়ার্ডের মধ্যে ২১টিতে তৃণমূল জয়লাভ করে৷ ১ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়ে চেয়ারম্যান হয়েছিলেন শংকরবাবু। ২০১৯-এর মে মাসে ১৩ জন কাউন্সিলর তাঁর বিরুদ্ধে স্বৈরাচার ও স্বজনপোষণের অভিযোগ এনে অনাস্থা এনেছিল। পাশাপাশি শংকরবাবুকে সরিয়ে দেয়ার আবেদন জানানো হয়েছিল জেলা নেতৃত্বর কাছে৷ পরে কয়েকজন কাউন্সিলর তৃণমূলে ফিরে যাওয়ায় আস্থা ভোটে জয়লাভ করেন শংকরবাবু। বাকি কাউন্সিলররা শংকর আঢ্যর বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.