Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

সুনীল গাভাসকারের ওপেনিং পার্টনার চেতন চৌহান প্রয়াত

সৌরভ রায়

চলে গেলেন সুনীল গাভাসকারের ওপেনিং পার্টনার চেতন চৌহান (৭৩)। গত মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। ভারতীয় দলের প্রাক্তন ওপেনার চেতনকে সেই সময় লখনউয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই শুরু হয় কিডনির সমস্যা। ১২ অগস্ট ফের তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। শনিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। রবিবার সকাল থেকেই তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তবে ভারতীয় ক্রিকেটে শূন্যস্থান তৈরি করে চলে গেলেন চেতন চৌহান।

- Sponsored -

ভারতীয় দলের জার্সি গায়ে ৪০টি টেস্ট ও সাতটি ওয়ান ডে খেলেছেন তিনি। ১৯৬৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন। টেস্ট ক্রিকেটে কখনও সেঞ্চুরি করেননি। এক ইনিংসে সর্বোচ্চ ৯৭ রান করেছিলেন। অথচ টেস্টে দুহাজারের বেশি রান রয়েছে তাঁর নামের পাশে। ১৬টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। সুনীল গাভাসকারের সঙ্গে জুটিতে ১০বার একশোরও বেশি রানের পার্টনারশিপ গড়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর চেতন চৌহান দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের একাধিক পদে ছিলেন। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের ম্যানেজারও হয়েছিলেন। ১৯৮১ সালে অর্জুন সম্মান পেয়েছিলেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে যুক্ত হয়ে উত্তরপ্রদেশের মন্ত্রী ছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছে ক্রীড়াজগৎ থেকে রাজনৈতিক মহল।

 

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.