Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

হৃদরোগে প্রয়াত প্রাক্তন অজি ক্রিকেটার ডিন জোন্স

অমিয় রায়

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্স (Dean Jones) প্রয়াত। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি বৃহস্পতিবার মুম্বইয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯। আইপিএলের ধারাভাষ্যের কাজে তিনি ভারতে ছিলেন। স্টার স্পোর্টস কমেন্ট্রি প্যানেলে নাম ছিল ডিন জোন্সের। প্রতিদিনই তাঁকে ধারাভাষ্য দিতে দেখা যেত মুম্বইয়ের স্টুডিয়োয়। গতকালও জোন্স কমেন্ট্রি করেছিলেন কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে।

- Sponsored -

সূত্রের খবর, বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ ব্রেকফাস্ট করেন ডিন জোন্স। তারপর আইপিএলের খুঁটিনাটি নিয়ে সহকর্মীদের সঙ্গে ফোনে কথা বলছিলেন দক্ষিণ মুম্বইয়ের হোটেলের করিডরে। তখনই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁকে তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হরকিসানদাস হাসপাতালে। পথেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানায় হাসপাতালের চিকিৎসকরা।

প্রাক্তন এই অজি ক্রিকেটার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্রীড়ামহলে নেমে আসে শোকের ছায়া। অস্ট্রেলিয়ার হয়ে ৫২ টেস্টে ৩ হাজার ৬৩১ রান করেছেন জোন্স। গড় ৪৬.৫৫। ১১টি সেঞ্চুরি ও ১৪টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। একদিনের ক্রিকেটে ১৬৪ ম্যাচে ৬ হাজার ৬৮ রান করেছেন তিনি। গড় ৪৪.৬১। সেঞ্চুরি ৭টি ও হাফসেঞ্চুরি ৪৬টি। তাঁর ক্রিকেট জ্ঞানের জন্য তাঁকে ‘প্রফেসর ডিনো’ বলেও ডাকা হত ক্রিকেটমহলে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.