প্রয়াত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, শোকপ্রকাশ মোদি-মমতার
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
প্রয়াত হলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা তরুণ গগৈ। দীর্ঘদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত অগস্টে করোনা ধরা পড়ে ৮৪ বছরের এই কংগ্রেস নেতার। পরে সুস্থ হলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। যদিও ফের অসুস্থ হয়ে পড়ায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয় তরুণ গগৈকে। চলতি মাসেই চিকিৎসাধীন এই কংগ্রেস নেতাকে হাসপাতালে দেখতে যান অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। শনিবার হাসপাতালের তরফে জানানো হয় অবস্থার অবনতি হচ্ছে তাঁর। ভেন্টিলেশনে রাখা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এদিন বিকেলে তরুণ গগৈয়ের মৃত্যুসংবাদ ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রবীণ কংগ্রেস নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “তিনবারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈজির আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ। তাঁর মৃত্যুতে পরিবার, অনুরাগীদের সমবেদনা জানাই।”
প্রধানমন্ত্রী লেখেন, “তরুণ গগৈ ছিলেন একজন দক্ষ প্রশাসক এবং জনপ্রিয় নেতা। অসম রাজ্য এবং কেন্দ্র, দুই ক্ষেত্রেই অনেক রাজনৈতিক অভিজ্ঞতার সাক্ষী ছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ। পরিবার, সমর্থকদের সমবেদনা জানাই। ওম শান্তি।”
কংগ্রেস নেতা রাহুল গান্ধি লেখেন, “তরুণ গগৈজি ছিলেন একজন প্রকৃত কংগ্রেস নেতা। অসমের সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন তিনি। অসমের সমস্ত মানুষ এবং সম্প্রদায়ের জন্য নিজের জীবন কাটিয়েছেন। আমার কাছে তিনি ছিলেন একজন সৎ এবং মহান শিক্ষক। তাঁর পুত্র গৌরব এবং পরিবারকে সমবেদনা জানাই।”
Comments are closed.