হলদিবাড়িতে বনদফতরের খাঁচায় বন্দি চিতাবাঘ

নিজস্ব সংবাদদাতা : বনদফতরের খাঁচায় বন্দি হল চিতাবাঘ। বুধবার ডুয়ার্সের হলদিবাড়ি চা বাগানের ৮ ও ৯ নং সেকশনের মাঝামাঝি এলাকায় ঘটনাটি ঘটেছে। গত সাতদিন আগে ছাগলের টোপ দিয়ে সেখানে খাঁচা পাতা হয়েছিল। এদিন সকালে খাঁচায় চিতাবাঘ বন্দি হওয়ায় চা বাগানের শ্রমিকদের আতঙ্ক কেটেছে।
হলদিবাড়িতে খাঁচাবন্দি চিতাবাঘ pic.twitter.com/q37lNzWYW4
— Bengal Fast (@bengal_fast) June 9, 2021
সূত্রের খবর, প্রায়ই চিতাবাঘের গর্জনে চা বাগানে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। বিষয়টি বনবিভাগের আধিকারিকদের জানানো হয়। তারপরই খাঁচা পাতার সিদ্ধান্ত নেওয়া হয়। বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে, চিতাবাঘটি সুস্থ রয়েছে কিনা চিকিৎসা করে অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে।
Comments are closed.