স্বস্তিতে লালুপ্রসাদ, পশুখাদ্য কেলেঙ্কারির চাইবাসা ট্রেজারি মামলায় জামিন

নিজস্ব সংবাদদাতা : বিহার ভোটের আগে আরজেডি নেতাদের মুখে হাসি। প্রায় ৩৪ কোটি টাকার পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত চাইবাসা ট্রেজারি মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের জামিন মঞ্জুর করল ঝাড়খণ্ড হাইকোর্ট। কিন্তু দুমকা ট্রেজারি মামলা বকেয়া থাকায় জেলেই থাকতে হবে তাঁকে। ঝাড়খণ্ড হাইকোর্ট এদিন ৫০ হাজার টাকার দুটি ব্যক্তিগত বন্ডে জামিন দেয় আরজেডি সুপ্রিমোকে। সেইসঙ্গে ২ লক্ষ টাকা জমা করতে বলে আদালত। এর পাশাপাশি রাঁচির রাজেন্দ্র ইনস্টিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে (রিমস) চিকিৎসাধীন থাকাকালীন লালুর সমস্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে হাইকোর্ট।
পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ২০১৭-র ডিসেম্বর থেকে ১৪ বছর কারাদণ্ডের মেয়াদ কাটাচ্ছেন লালুপ্রসাদ। গত দু’বছর ধরে শারীরিক অসুস্থতার জন্য তিনি জেলের বদলে ঝাড়খণ্ডের রিমস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখান থেকেই তিনি তাঁর দলের কাজকর্মও সারেন বলে খবর। সামনে বিহার বিধানসভার ভোট। লালুপুত্র তেজস্বী আরজেডির ব্যাটন তুলে নিয়েছেন। বিরোধী দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীও তিনি।
Comments are closed.