এক সপ্তাহ পরও চরম দুর্ভোগে ঘাটালের বানভাসি মানুষজনেরা

নিজস্ব সংবাদদাতা : এখনও জলে ডুবে ঘাটাল ব্লকের অধিকাংশ গ্রাম পঞ্চায়েত এলাকা ও ঘাটাল পৌরসভার ১৭টি ওয়ার্ডের ১১টি ওয়ার্ড। ফলে টানা জলবন্দি অবস্থায় পড়ে দুর্ভোগ আরও বাড়ছে ঘাটালের বানভাসি এলাকার বাসিন্দাদের। ঘাটাল ব্লকের মনসুকা-১, মনসুকা-২, অজবনগর, দেওয়ানচক-১ ও দেওয়ানচক-২ গ্রাম পঞ্চায়েত-সহ দাসপুরের নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের ৬টি গ্রামের পরিস্থিতি বেশ খারাপ। এর পাশাপাশি ঘাটাল পৌরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১১টি ওয়ার্ড এখনও জলমগ্ন। তবে জল ধীরে ধীরে এলাকা থেকে নামতে শুরু করেছে বলে দাবি প্রশাসন থেকে এলাকাবাসীর।
জল নামতে শুরু করলেও মানুষের দুর্ভোগ এতটুকু কমার লক্ষ্মণ নেই এখনও। সবকিছু ঠিকঠাক থাকলে আরও চার পাঁচদিন লাগবে জলবন্দি দশা কাটতে। পানীয় জলের সংকট তো ছিলই, তার সাথে খাবারের সন্ধান করতে চরম ভোগান্তি পোয়াতে হচ্ছে জলবন্দি এলাকার বাসিন্দাদের।
প্রশাসনের তরফে বিদ্যুৎ সংযোগ ফেরানোর চেষ্টা করা হচ্ছে এবং এনডিআরএফের সহযোগিতায় দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানোর কাজ চলছে জোরকদমে। এখনও ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে রয়েছে বহু ঘরছাড়া বানভাসি মানুষ। সব মিলিয়ে একসপ্তাহ পরও ঘাটালের বন্যা পরিস্থিতির এখনই স্বাভাবিক হওয়ার লক্ষ্মণ নেই। ফলে যতদিন যাচ্ছে জলবন্দি এলাকার বাসিন্দাদের দুর্ভোগ আরও প্রকট হচ্ছে।
Comments are closed.