Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বায়ুসেনায় নারীশক্তি, রাফাল ওড়াবেন ফ্লাইট লেফটেন্যান্ট শিবাঙ্গী সিং

নিজস্ব সংবাদদাতা : রাফালের ককপিটে বসতে চলেছেন বায়ুসেনার ফ্লাইট লেফটেন্যান্ট শিবাঙ্গী সিং। দেশের প্রথম মহিলা পাইলট হিসাবে রাফাল যুদ্ধবিমান ওড়াবেন তিনি। ভারতীয় বায়ুসেনার সবচেয়ে পুরনো যুদ্ধবিমান মিগ-২১ বাইসন ওড়াতেন শিবাঙ্গী। এবার বারাণসীর  এই ললনাকেই আধুনিক সমরসজ্জায় সজ্জিত যুদ্ধবিমান রাফালে ওড়াতে দেখা যাবে।

- Sponsored -

বেনারস হিন্দু ইউনিভার্সিটির ছাত্রী শিবাঙ্গী ২০১৭-য় দ্বিতীয় ব্যাচে মহিলা ফাইটার পাইলট হিসেবে ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত হন। বর্তমানে পঞ্জাবের আম্বালা এয়ারবেসে রাফাল ওড়ানোর জন্য নির্দিষ্ট প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। প্রশিক্ষণ শেষে বায়ুসেনার গোল্ডেন অ্যারোজ স্কোয়াড্রনে যোগ দেবেন শিবাঙ্গী। এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনায় মোট ১০ জন মহিলা ফাইটার পাইলট রয়েছেন। শিবাঙ্গী তাঁদের মধ্যে প্রথম যিনি রাফাল ওড়ানোর দায়িত্ব পাবেন । এর আগে রাজস্থানের ফরওয়ার্ড ফাইটার বেসে থাকাকালীন উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের সঙ্গে যুদ্ধবিমান ওড়ান তিনি।

উল্লেখ্য, ইন্ডিয়ান এয়ার ফোর্সে এই মুহূর্তে মহিলা ফাইটার পাইলট রয়েছেন ১০ জন । সুপারসনিক জেট ওড়ানোর প্রশিক্ষণ এঁদের সবারই রয়েছে। একজন পাইলটকে সুপারসনিক জেট ওড়ানোর প্রশিক্ষণ দিতে ১৫ কোটি টাকা খরচ হয়।

 

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.