৫ মাস পর মেট্রো পরিষেবা চালু দিল্লিতে
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
সোমবার আনলক ৪-এর গাইডলাইন হিসাবে রাজধানীতে মেট্রো পরিষেবা চালু করা হয়েছে। সোমবার সকাল সাতটা থেকে হলুদ লাইনে মেট্রো পরিষেবা শুরু হয়। প্রথম পর্বে বেলা এগারোটা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রাখা হয়। দ্বিতীয় পর্বে বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত পরিষেবা চালু থাকবে। করোনাভাইরাসের কথা মাথায় রেখে কঠোরভাবে পালন করা হয় সামাজিক দূরত্ববিধি। সিটগুলিতে লাগানো হয় “এখানে বসবেন না” স্টিকার। স্টেশনের বাইরে বা ভেতরে যাতে ভিড় না জমে তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে শুধুমাত্র স্মার্ট কার্ড রয়েছে এমন যাত্রীরাই মেট্রোতে উঠতে পারবেন। রাজীব চক মেট্রো স্টেশনের বাইরে ভিড় নিয়ন্ত্রণ করতে ব্যারিকেড করে দেয় পুলিশ।
দিল্লি পুলিশের জয়েন্ট কমিশনার ট্রাফিক জানান, “ভিড় নিয়ন্ত্রণের জন্য আমরা প্রতিটি মেট্রো স্টেশনের বাইরে পুলিশ মোতায়েন করেছি এবং মানুষ যাতে মাস্ক ব্যবহার করেন ও সামাজিক দূরত্ব বজায় থাকে তা সুনিশ্চিত করেছি।” আনলক ৪-এর অংশ হিসাবে প্রথম পর্বে ইয়োলো বা হলুদ লাইন এবং র্যাপিড মেট্রো লাইন চালু করা হয়েছে। হলুদ লাইনে মেট্রো চলবে শ্যামপুর হুডা সিটি সেন্টার পর্যন্ত, র্যাপিড মেট্রো চলবে গুরগাঁওতে। নয়ডা মেট্রো শাখাতেও অ্যাকোয়া লাইনে মেট্রো চলাচল শুরু হয় সকাল সাতটায়। ৭ সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে মেট্রো চলাচল শুরু করার কথা বলা হয়েছে আনলক ৪ পর্বে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে মার্চে বন্ধ করে দেওয়া হয়েছিল মেট্রো পরিষেবা। ১২ই সেপ্টেম্বর থেকে সমস্ত লাইনে পুরো দিন মেট্রো চলাচল করবে।
Comments are closed.