ডাকাতি করার আগেই ৫ দুষ্কৃতী পুলিশের জালে

মানালি মণ্ডল
ডাকাতি করার উদ্দেশ্যে এক জায়গায় জড়ো হয়েছিল ১০-১২ জনের একটি দল। গোপন সূত্রে খবর পেয়ে রাতে বারুইপুর থানার পুলিশ এই দলের পাঁচজনকে গ্রেপ্তার করল পূর্ব বেলেগাছি থেকে।
পুলিশ সূত্রে খবর এদের কাছ থেকে ডাকাতি করার কিছু সরঞ্জাম পাওয়া যায়। পাঁচজনের নাম মিঠুন কোরিয়া (৩০), আতিকুর শেখ (২০), শফিকুল লস্কর (২০), রাকিবুল লস্কর (৩৫), আবু কালাম (২৫)। এই পাঁচজনের মধ্যে দুজনের বাড়ি বারইপুর থানা বেলেগাছিতে আর দুজনের বাড়ি কেএলসি থানা এলাকায়। আরেক এক জনের বাড়ি গোসোবা থানা এলাকায়।
এদেরকে আজ বারুইপুর মহাকুমা আদালতে তোলে বারুইপুর থানার পুলিশ। নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করেছে পুলিশ।
Comments are closed.