এক দলে পাঁচ অধিনায়ক! এমনই চমক দিচ্ছেন হাবাস

অমিয় রায়
নির্দিষ্ট কোনও ফুটবলারের কাঁধে অধিনায়কের দায়িত্ব দেওয়া নয়, বরং এটিকে-মোহনবাগান শিবিরে এবার একাধিক অধিনায়ক। বেশ কিছুদিন ধরেই এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। অবশেষে অধিনায়কদের নাম ঘোষণা করতেই সিলমোহর পড়ল কোচ আন্তোনিও লোপেজ হাবাসের নয়া তত্ত্বে। নয়া মরশুমের আগে দলে যোগ দেওয়া বহু চর্চিত রিক্রুট সন্দেশ ঝিঙ্গান পাঁচ অধিনায়কের মধ্যে একজন। বাকি চারজন যদিও দলের পুরনো মুখ। জানা গিয়েছে টুর্নামেন্ট চলাকালীন বিভিন্ন সময় পরিস্থিতি বিচার করে বিভিন্ন অধিনায়কদের হাতে আর্মব্যান্ড তুলে দেবেন কোচ হাবাস। আসন্ন মরশুমের জন্য নতুন যে পাঁচ অধিনায়কের নাম মোহনবাগান ঘোষণা করেছে, তাঁদের মধ্যে দু’জন বিদেশি ফুটবলার। এঁরা হলেন তারকা স্ট্রাইকার রয় কৃষ্ণা এবং স্প্যানিশ মিডিও এদু গার্সিয়া, এটিকে-মোহনবাগানের বাকি তিন ভারতীয় অধিনায়ক গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য, ডিফেন্ডার প্রীতম কোটাল এবং সন্দেশ ঝিঙ্গান।
ইতিমধ্যেই রেজিস্টার হওয়া ২৭ জনের স্কোয়াড ঘোষণা করে দিয়েছেন হাবাস। এমনকী রেজিস্টার হওয়া প্রত্যেক ফুটবলারের একটি বিষয়ে সতর্ক করে দিয়েছেন স্প্যানিশ কোচ। জানিয়ে দিয়েছেন ভালো পারফরম্যান্সই প্রথম একাদশে ঢোকার একমাত্র চাবিকাঠি।
Comments are closed.