ফিট হিটম্যান রোহিত, পরের ম্যাচেই নামছেন অধিনায়ক
অমিয় রায়
১৩ তম আইপিএলের প্লে-অফে কোয়ালিফাই করে গিয়েছে রোহিত শর্মার দল মুম্বই ইন্ডিয়ান্স। তবে দল কোয়ালিফাই করলেও এই মুহূর্তে চোটের কারণে বাইরে রোহিত। তাঁর হ্যামস্ট্রিংয়ের পেশীতে রয়েছে চোট। ফলে মুম্বই এখন নিয়মিত খেলতে পারছেন না তিনি। শুধু তাই নয় তাঁর এই চোট প্রভাব ফেলে দিয়েছে ভারতীয় দলের সিলেকশনেও। তাঁকে সরাসরি অস্ট্রেলিয়া সফরের জন্য রাখেননি নির্বাচকরা। চোট ঠিক হলেই তাঁকে রাখা হবে, আর সেই বিষয়ে বিসিসিআই চোখ রাখবে বলেও জানিয়েছে বোর্ড। তবে খুব তাড়াতাড়ি মাঠে ফিরবে রোহিত, এমনটাই জানিয়েছেন মুম্বই দলের অন্যতম ক্রিকেটার কিরণ পোলার্ড।
কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন শর্মা। তবে খুব শীঘ্রই মাঠে দেখা যাবে রোহিতকে। তাঁর দলের ক্রিকেটার পোলার্ড এই বিষয় নিয়ে বলেছেন, ‘রোহিত আগের থেকে অনেক ফিট আছেন। সম্ভবত খুব তাড়াতাড়ি ওকে মাঠে দেখা যাবে।’ ৩ নভেম্বর আইপিএলের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামতে চলেছে রোহিত। এবছরের আইপিএলে লিগের শেষ ম্যাচ মুম্বইয়ের কাছে এটি। ফলে এই ম্যাচে খেলে নিজেকে কিছুটা ফিট করে নিয়ে প্লে-অফে খেলবেন রোহিত। এমনটাই ইঙ্গিত মুম্বই দল সূত্রে। এই মুহূর্তে আইপিএলের লিগ টেবিলের শীর্ষে আছে মুম্বই। ১৩ ম্যাচ খেলে ৯টি জয় পেয়েছে দল। যা সবার থেকে বেশি। রোহিতরা হেরেছেন মাত্র ৪টি ম্যাচে। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দল। শেষ ম্যাচে হারলেও, ১৮ পয়েন্ট নিয়েই শীর্ষে থাকবে মুম্বই ইন্ডিয়ান্স। শনিবার দিল্লি ক্যাপিটালসকে ৯ উইকেটে হারিয়ে দিয়েছিল মুম্বই।
Comments are closed.