করোনার থাবা টোকিও অলিম্পিকে, স্ক্রিনিং করার সময় মিলল ভাইরাসের অস্তিত্ব
সাম্যজিৎ ঘোষ
টোকিয়ো অলিম্পিক শুরু হওয়ার আগেই বড়সড় ধাক্কা। মাত্র ছয় দিন বাকি থাকতেই গেমস ভিলেজে হানা মারণ ভাইরাস করোনার। অলিম্পিক শুরুর এক সপ্তাহ আগে এই কোভিড সংক্রমণ অত্যন্ত উদ্বেগের বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও আক্রান্তের নাম ও পরিচয় গোপন রেখেছেন আয়োজকরা।
গেমস শুরুর ঠিক আগে করোনা সংক্রমণের খবরে বাড়ছে উদ্বেগ। টোকিও অর্গানাইজিং কমিটির মুখপাত্র মাসা তাকায়া বলেন, এটাই ভিলেজের প্রথম পজিটিভ রিপোর্ট। স্ক্রিনিং করার সময় এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। আক্রান্তকে একটি হোটেলে স্থানান্তরিত করা হয়েছে। ২০২০ সালে হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিকের। কিন্তু, অতিমারীর জন্য তা পুরো এক বছর পিছিয়ে দেওয়া হয়। এবছরও, অত্যন্ত কঠোর বিধিনিষেধ ও সতর্কতা অবলম্বন করে হচ্ছে এই টোকিও অলিম্পিকে।
Comments are closed.