বিক্ষিপ্ত অশান্তিতে সম্পন্ন প্রথম দফার নির্বাচন, ভোট পড়ল ৭৯.৭৯ শতাংশ

নিজস্ব সংবাদদাতা : বিক্ষিপ্ত অশান্তির মধ্যে মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই রাজ্যে সম্পন্ন হল প্রথম দফার ভোটগ্রহণ। এদিন প্রথম দফায় রাজ্যের ৫ জেলা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার মোট ৩০টি আসনে ভোটগ্রহণ হল। নির্বাচন কমিশন সূত্রে খবর, বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৯.৭৯ শতাংশ। এর মধ্যে বাঁকুড়ায় ৮০.০৩ শতাংশ, ঝাড়গ্রামে ৮০.৫৫ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৮০.১৬ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ৮২.৪২ শতাংশ এবং পুরুলিয়ায় ৭৭.১৩ শতাংশ ভোট পড়েছে।
নজিরবিহীনভাবে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে কমিশনের তরফে ৫ জেলায় মোট ৭৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। মোট ১৯১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হল এদিন। কমিশন সুত্রে খবর প্রথম দফার ভোটে ছাতনা আর রানিবাঁধ মিলিয়ে ৩টি বুথে ভোট বয়কট হয়েছে।
সিপিআইএম প্রার্থী সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটল শালবনিতে। শুকনাতোড়ের বুথে এজেন্ট বসানোকে কেন্দ্র করে সুশান্ত ঘোষের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা হয়। এরপর বেলা বাড়তেই উত্তেজনা বেড়ে যায় কয়েক গুণ। সুশান্ত ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট মারার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বিক্ষোভকারীরা বেনাচাপাড়া কঙ্কাল কাণ্ড নিয়ে সুশান্তের বিরুদ্ধেও স্লোগান তোলেন। পরে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। দাঁতনের মোহনপুরেও তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পতাকা ছিঁড়ে দেওয়ার ঘটনা কেন্দ্র করে বচসা বেঁধে যায়। ধুন্ধুমার পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে আধাসেনা।
Poll ends for the first phase of #WestBengalAssemblyElection2021; visuals from a polling booth in Purulia pic.twitter.com/w6Caj5QU3h
— ANI (@ANI) March 27, 2021
পাশাপাশি পুরুলিয়ার ১২৭ নম্বর বুথের বাইরে বচসা বাধে তৃণমূল-বিজেপির। তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায় এক বিজেপি কর্মীকে প্রকাশ্যে গুলি করার হুমকি দেন বলে অভিযোগ। ‘আমাকে চিনিস! গুলি করে দেব।’ বলে একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
Sisir Adhikari, father of BJP leader Suvendu Adhikari, casts his vote at a polling booth in Contai, in the first phase of #WestBengalPolls pic.twitter.com/5P1gPLQsUQ
— ANI (@ANI) March 27, 2021
এদিকে পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবারের খাসতালুকেই আক্রান্তু হলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। দক্ষিণ কাঁথিতে দুটি বুথে রিগিংয়ের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান সৌমেন্দু। সেসময় তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত হন সৌমেন্দুর গাড়ির চালক। বিজেপির দাবি, তৃণমূল ব্লক সভাপতি রামগোবিন্দ দাসের নেতৃত্বেই হামলা চালানো হয়েছে। অন্যদিকে ছেলের উপর ‘হামলা’র ঘটনায় বেজায় ক্ষুব্ধ শিশির অধিকারী। হুঁশিয়ারির সুরেই তিনি বলেন, ‘২৪ ঘণ্টা লাগবে না। ২-৪ ঘণ্টার মধ্যে ওষুধ দিয়ে দেব। ওষুধ আমি অনেক প্রয়োগ করেছি। কড়া ডোজ দিয়ে দেব রাধাগোবিন্দকে।’
বিপুলসংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও তারা ঠিকমতো কাজ করছে না– এই অভিযোগ তুলে সোজা নির্বাচন কমিশনের দ্বারস্থ কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য।
Comments are closed.