নাম নথিভুক্তির প্রথম দিনেই বিপত্তি! ক্র্যাশ করল কো-উইন ও আরোগ্য সেতু অ্যাপ
নিজস্ব সংবাদদাতা : করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য নাম নথিভুক্তির প্রথম দিনেই বিপত্তি। ক্র্যাশ করল কো-উইন ও আরোগ্য সেতু অ্যাপ। এদিন রেজিস্ট্রেশন শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই কো-উইন ওয়েবসাইট ও আরোগ্য সেতু অ্যাপ থেকে কোভিড টিকাকরণের জন্য রেজিস্টার করতে পারেননি ইউজারেরা। অভিযোগ, কো-উইন খুললেই দেখাচ্ছে, সাইটে সমস্যা রয়েছে, কিছুক্ষণ পর চেষ্টা করতে হবে। অন্য দিকে আবার আরোগ্য সেতু অ্যাপে এরর মেসেজ আসছে, সেখানে লগইন সংক্রান্ত সমস্যার কথা বলা হচ্ছে ইউজারদের।তবে একসঙ্গে বহু মানুষ রেজিস্ট্রেশন করার জন্যই অচলাবস্থা, মত বিশেষজ্ঞমহলের।
কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, ১৮ বছরের ঊর্ধ্বে টিকাকরণের জন্য বুধবার থেকে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হবে। সেইমতো বিকেল চারটের সময় নথিভুক্তকরণ শুরু হতেই দেখা দেয় বিপত্তি। অধিকাংশের ইউজারের দাবি, ফোন নম্বর দিলেও ওটিপি আসছে না। তার জেরে নথিভুক্ত করা যাচ্ছে না। পরে অবশ্য সেই সমস্যার সমাধান হয়।
Comments are closed.