Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

Firhad Hakim slams jobless teachers protest চাকরিহারাদের আন্দোলনকে ‘নাটক’ বলে কটাক্ষ ফিরহাদ হাকিমের

“বিকাশ ভবনে আন্দোলন করে সুপ্রিম কোর্টের রায় বদলাবে না”, সাফ কথা রাজ্যের পুরমন্ত্রীর।

শুভম চক্রবর্তী: বিকাশ ভবনের সামনে চাকরি ফেরানোর দাবিতে একটানা আন্দোলন করে যাচ্ছেন চাকরিহারারা। দফায় দফায় উত্তেজনা গোটা এলাকায়। তাঁদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগ উঠলেও অবস্থান থেকে নড়েননি কেউ। বরং তাঁদের সাফ কথা, চাকরি ফেরত না পাওয়া পর্যন্ত তাঁরা নড়বেন না। এবার চাকরিহারাদের সেই আন্দোলনকেই ‘নাটক’ বলে কটাক্ষ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। “বিকাশ ভবনে আন্দোলন করে সুপ্রিম কোর্টের রায় বদলাবে না”, সাফ কথা রাজ্যের পুরমন্ত্রীর।

- Sponsored -

তিনি বলেন, “সুপ্রিম কোর্টের রায় শুধু সুপ্রিম কোর্টেই বদলাতে পারে। সুতরাং এটা নাটক হচ্ছে। টিভিতে মুখ দেখানোই আসল লক্ষ্য। প্ররোচনায় পা দিয়ে ওরা নাটক করছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের আশ্বাস দিয়েছিলেন। তাঁর উপর ভরসা রাখলেই সমস্যার সমাধান হয়ে যেত। অনেকেই তা করেছেন। কিন্তু কিছু মানুষ এখনও আন্দোলন করে যাচ্ছেন।” ফিরহাদের এ মন্তব্যেই নতুন করে ক্ষোভের সঞ্চার আন্দোলনকারীদের মধ্যে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Leave A Reply